ফাইনাল এবং আর্জেন্টিনার হার যেন হয়ে গিয়েছিল প্রতিশব্দ। একইভাবে ব্রাজিলে কোপা আমেরিকার আসর আর স্বাগতিকদের জয় যেন হয়ে গিয়েছিল নিয়ম। সেই নিয়ম ভেঙে গেল এবার। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে তিতের দলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা। অবসান হলো বড় কোনো শিরোপার জন্য দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার। ১৯৯৩ সালের পর শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা, ৩৪ বছর বয়সে দেশের হয়ে প্রথম শিরোপা জিতলেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স