ইউরোয় ইংল্যান্ডের শাস্তি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে দর্শকদের বাজে সব কাণ্ডে শাস্তি পেতে হলো ইংল্যান্ডকে। হ্যারি কেইন স্পট কিক নেওয়ার আগমুহূর্তে ডেনমার্কের গোলরক্ষক কাসপের স্মাইকেলের মুখে লেজার লাইট মারা, ডেনমার্কের জাতীয় সঙ্গীত বাজার সময় দুয়ো দেওয়া এবং আতশবাজি পোড়ানোর ঘটনায় ইংল্যান্ড ফুটবল আসোসিয়েশনকে (এফএ) ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 01:18 PM
Updated : 10 July 2021, 01:18 PM

শনিবার এক বিবৃতিতে ইংল্যান্ডকে শাস্তি দেওয়ার বিষয়টি জানায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা।

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ‘ডিসিপ্লিনারি চার্জ’ আনে উয়েফা। তার প্রেক্ষিতে এলো এই শাস্তি।

গত বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে ডেনমার্কের জাতীয় সঙ্গীত বাজার সময় দুয়ো দিতে থাকে ইংল্যান্ড সমর্থকরা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর অতিরিক্ত সময়ের ১০৪তম মিনিতে রাহিম স্টার্লিংকে ‘ফাউল’ করায় পেনাল্টি দেওয়া হয়। স্পট কিক থেকে হ্যারি কেইন লক্ষ্যভেদ না করতে পারলেও ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি কেইন। শেষ পর্যন্ত ওই গোলই পার্থক্য গড়ে দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, স্পট কিক নেওয়ার আগ মুহূর্তে স্মাইকেলের মুখে, চোখে ও কপালের ওপর ঘুরছিল সবুজ আলোর রেখা। ম্যাচ শেষে ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠার আনন্দে উদ্বেলিত ইংলিশ সমর্থকরা আতশবাজিও পোড়ায়।

শেষ ষোলোয় জার্মানির বিপক্ষে ম্যাচের আগেও প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলার সময় দুয়ো দেখা গেছে ইংলিশ সমর্থকদের।

প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড।