ব্রাজিলের বিপক্ষে ‘প্রতিশোধ’ নয়, আর্জেন্টিনা কোচের বিশ্বাস কাজে

চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই, কিছু হিসাব চুকানোর পালা, ট্রফি খরা ঘোচানো; আর্জেন্টিনার সামনে হাতছানি অনেক কিছুরই। সবকিছুকেই সুযোগ হিসেবে দেখছেন লিওনেল স্কালোনি। তবে ব্রাজিলের বিপক্ষে ফাইনালকে প্রতিশোধের ম্যাচ মনে করেন না আর্জেন্টিনা কোচ। তার কাছে ‘প্রতিশোধ’ শব্দটির কোনো জায়গা নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 05:31 AM
Updated : 10 July 2021, 02:10 PM

কোপা আমেরিকার গত আসরের সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হেরেই ট্রফির স্বপ্ন আরেকবার ভঙ্গ হয় আর্জেন্টিনার। এবার ব্রাজিলের সঙ্গে তাদের লড়াই আরেকধাপ এগিয়ে, ফাইনালের মঞ্চে।

১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর এই দীর্ঘ দুই যুগের বেশি সময় বড় কোনো ট্রফি জেতেনি আর্জেন্টিনা। খরা ঘোচানোর আরেকটি সুযোগ এবার। সেই সঙ্গে বাতাসে ভাসছে প্রতিশোধের গন্ধও।

ম্যাচের আগে আর্জেন্টিনার কোচের সংবাদ সম্মেলনেও প্রশ্ন হলো সম্ভাব্য প্রতিশোধ নিয়ে। স্কালোনি তা উড়িয়ে দিলেন।

“ আমি প্রতিশোধে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কাজ আমরা করেছি এবং যে পরিকল্পনা এখানে আমাদের আছে। আগামীকাল নিশ্চিতভাবেই এটির শেষ দেখা যাবে। ফাইনাল ম্যাচ এটি।”

আর্জেন্টিনা কোচের আশা, ফাইনাল ম্যাচটি জমজমাট হোক।

“ আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে খেলব আমরা। আশা করি খুব ভালো একটি ম্যাচ হবে এবং লোকে উপভোগ করবে। কোনো সংশয় নেই যে এই ম্যাচ দেখতে গোটা দুনিয়া থমকে যাবে। তবে প্রতিশোধের কোনো ব্যাপার এখানে নেই।”

রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় শুরু এই মহারণ।