দর্শক নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2021 06:41 PM BdST Updated: 09 Jul 2021 06:41 PM BdST
-
ফাইল ছবি
লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই, মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা-এমন দ্বৈরথ মাঠে বসে দেখার সুযোগ কেইবা হাতছাড়া করতে চাইবেন? তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সবার সে সুযোগ হচ্ছে না। সীমিত সংখ্যক দর্শককে মারাকানার ফাইনালে গ্যালারিতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কনমেবল।
রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ব্রাজিল লড়বে শিরোপা ধরে রাখার জন্য। আর ১৯৯৩ সালের পর লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের মিশনে নামবে আর্জেন্টিনা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোপা আমেরিকার আগের ম্যাচগুলো হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফাইনালেও তা হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায়, সমর্থকদের কথা ভেবে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্তা সংস্থা কনমেবল দুই দেশের কিছু সমর্থককে মাঠে প্রবেশের সুযোগ দিচ্ছে।
ব্রাজিল ও আর্জেন্টিনা, এই দুই দলের সমর্থকরা ২ হাজার ২০০ করে টিকেট পাবেন। তবে এগুলো সৌজন্য টিকেট; কোনো টিকেট বিক্রি করা হবে না।
ব্রাজিলে থাকা আর্জেন্টিনা কনস্যুলেট এই টিকেটগুলো পাবে এবং রিও দে জেনেইরোতে থাকা আর্জেন্টাইনরাই এই টিকেটগুলো নিয়ে মারাকানায় প্রবেশের সুযোগ পাবেন।
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে মাঠে আসা দর্শকদের স্বাস্থ্যবিধি অনুযায়ী কোভিড-১৯-এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট এবং আনুষাঙ্গিক কাগজ-পত্র আনার কথা বলেছে আয়োজকরা। সেগুলো না দেখাতে পারলে মাঠে প্রবেশের সুযোগ পাবেন না কেউ।
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- মুশফিক-লিটনের কাছে প্রথম ঘণ্টা চান বাংলাদেশ কোচ