অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে সৌদি আরবের গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপের জেমি ডের দলের তিন প্রতিপক্ষ সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান। সৌদি আরব এ প্রতিযোগিতার ২০১৩ ও ২০২০ সালের রানার্সআপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2021, 10:00 AM
Updated : 9 July 2021, 10:00 AM

বাছাইয়ের খেলাগুলো হবে ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। ‘ডি’ গ্রুপের ম্যাচগুলোর ভেন্যু কুয়েত।

২০২২ সালের ১ জুনে উজবেকিস্তানে মূল আসর শুরু হয়ে ১৯ ‍জুন শেষ হওয়ার কথা রয়েছে। স্বাগতিক হিসেবে উজবেকিস্তান সরাসরি খেলবে। বাকি ১৫ টিকেটের জন্য বাছাইয়ে লড়বে ৪২ দল।

৪২ দল দুই অঞ্চলে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে মোট ১১টি গ্রুপে। ১১ গ্রুপের সেরা ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে। বাছাইয়ে ওয়েস্ট জোনের ছয় গ্রুপে খেলবে ২৩ দল। ইস্ট জোনের পাঁচ গ্রুপের মোট দল ১৯টি।

২০২০ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। সেবার ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলঙ্কাকে। বাছাইয়ের স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হারের পর ফিলিস্তিনের কাছেও হেরেছিল একই ব্যবধানে।

শেষ ম্যাচে বিপলু আহমেদ ও টুটুল হোসেন বাদশার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ৩ ম্যাচ ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিদায় নিয়েছিল বাছাইয়ের গ্রুপ পর্ব থেকে।