সাবালেঙ্কার চ্যালেঞ্জ জিতে ফাইনালে প্লিসকোভা

দারুণ ছন্দে উঠে আসা কারোলিনা প্লিসকোভার সেমি-ফাইনালের শুরুটা আশানুরূপ হলো না। প্রথম পেলেন আসরে সেট হারের স্বাদ। তবে ঘুরে দাঁড়িয়ে তুলে নিলেন কাঙ্ক্ষিত জয়। উঠলেন প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 05:20 PM
Updated : 8 July 2021, 05:26 PM

সেন্টার কোর্টে বৃহস্পতিবার নারী এককের দ্বিতীয় সেমি-ফাইনালে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে জিতেন প্লিসকোভা।

তার মতো আরিনা সাবালেঙ্কাও প্রথমবার উইম্বলডনের সেমি-ফাইনালে উঠেছিলেন। এমনকি যে কোনো গ্র্যান্ড স্ল্যামেই এটা ছিল তার প্রথম শেষ চারের ম্যাচ। শুরুটা ভালো করেও ছন্দ হারিয়ে উপলক্ষটা রাঙাতে পারলেন না দ্বিতীয় বাছাই বেলারুশের এই খেলোয়াড়।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছেন ২৯ বছর বয়সী প্লিসকোভা। ২০১৬ সালে ইউএস ওপেনের ফাইনালে জার্মান তারকা আঞ্জেলিক কেরবারের কাছে হেরেছিলেন প্লিসকোভা।

ফাইনালে তার প্রতিপক্ষ অ্যাশলি বার্টি, তিনিও এই প্রথম প্রতিযোগিতাটির ফাইনাল খেলবেন।

প্রথম সেমি-ফাইনালে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেন র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় বার্টি।