লাউতারো মার্তিনেসের গোলে শুরুতে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াসের গোলে সমতা ফেরায় কলম্বিয়া। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ড্র থাকে। পরে টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের সৌজন্যে ৩-২ ব্যবধানে জেতে লিওনেল স্কালোনির দল। ছবি: রয়টার্স।