পিএসজিতে যোগ দিলেন হাকিমি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2021 06:20 PM BdST Updated: 07 Jul 2021 06:49 PM BdST
-
পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনোর (বাঁয়ে) সঙ্গে আশরাফ হাকিমি। ছবি: পিএসজি
মাসখানেই ধরেই মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমির পিএসজিতে যোগ দেওয়া নিয়ে চলছিল গুঞ্জন। সেটাই সত্যি হলো। ইন্টার মিলান থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাকিমিকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে পিএসজি।
রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা হাকিমিকে শুরুতে ধরা হচ্ছিল ক্লাবের ভবিষ্যৎ হিসেবে। ২০১৭ সালে ডাক পান মাদ্রিদের ক্লাবটির মূল দলে। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী দলটির অংশ ছিলেন তিনি।
রিয়ালের তারকাখচিত দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় পরের মৌসুমে ২ বছরের জন্য ধারে যোগ দেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। গত বছর রিয়াল মাদ্রিদ থেকে তাকে কিনে নেয় সেরি আ ক্লাব ইন্টার।
১১ বছর পর গত মৌসুমে ইন্টারের লিগ শিরোপা জয়ে বড় অবদান রাখেন হাকিমি। ৩৭ ম্যাচ খেলে সাতটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১০টি।
এরপর থেকেই তার দলবদলের সম্ভাবনা নিয়ে শুরু হয় গুঞ্জন। পিএসজি ছাড়াও তার প্রতি আগ্রহী ছিল ইংলিশ ক্লাব চেলসি। শেষ পর্যন্ত হাকিমি বেছে নিলেন প্যারিসের ক্লাবটিকে। ক্লাবের ওয়েবসাইটে নতুন ক্লাবে যোগ দিয়ে জানিয়েছেন নিজের অনুভূতি।
“আজ আমি অনেক গর্ববোধ করছি। স্পেন, জার্মানি ও ইতালিতে পাওয়া অভিজ্ঞতার পর পিএসজি আমাকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি ক্লাবের হয়ে নতুন একটি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দিয়েছে।”
পিএসজির হয়ে মাঠে নামার জন্য তর সইছে না হাকিমির। আশ্বাস দিয়েছেন, ক্লাবের জন্য নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার।
“নতুন সতীর্থ ও সমর্থকদের সঙ্গে দেখা করতে এবং পিএসজির মাঠের অসাধারণ উদ্দীপনা উপভোগের জন্য আমি আর অপেক্ষা করতে পারছিনা। (ক্লাবের) কর্মকর্তা ও খেলোয়াড়দের মতো আমারও উচ্চাশা একইরকম। আমার প্রতি ক্লাবের যে প্রত্যাশা, তা পূরণে নিজেকে উজাড় করে দিব।”
পিএসজির পক্ষ থেকে হাকিমির ট্রান্সফার ফি নিয়ে কিছু না বলা হলেও ফ্রান্সের গণমাধ্যমের খবর, অর্থের অঙ্কটা ছয় কোটি ইউরোর কম নয়।
মরক্কো জাতীয় দলে হাকিমির অভিষেক হয় ২০১৬ সালে। ৩৬ ম্যাচে করেছেন চারটি গোল।
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
-
অ্যাস্টন ভিলার গোলরক্ষককে আক্রমণ, ক্ষমা চাইল সিটি
-
বিদেশি কোচদের মধ্যে ইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন গুয়ার্দিওলা
-
হেরেও ইউরোপা লিগে ইউনাইটেড
-
চোটে ছিটকে গেলেন দীর্ঘদিন পর ফেরা হেমন্ত
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল