পরিসংখ্যানে ব্রাজিল-পেরু সেমিফাইনাল

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে সব বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। তাতে দারুণ একটি কীর্তি গড়েছেন দলটির কোচ তিতে। স্পর্শ করেছেন ব্রাজিলের কোচ হিসেবে প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 11:44 AM
Updated : 6 July 2021, 11:44 AM

রিও দে জেনেইরোয় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সেমি-ফাইনালে লুকাস পাকেতার একমাত্র জেতে ব্রাজিল।

ম্যাচটিতে হওয়া ব্যক্তিগত ও দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> কোপা আমেরিকায় এই নিয়ে পেরুর বিপক্ষে ২০ বার মুখোমুখি হয়ে ১৬ বার জিতল ব্রাজিল; দুটি করে হার ও ড্র। ব্রাজিলের দুই হারের মধ্যে একটি ১৯৭৫ আসরে নিজেদের মাঠেই, সেবার ৩-১ গোলে হেরেছিল তারা। আর সেটাই প্রতিযোগিতাটিতে ব্রাজিলের বিপক্ষে পেরুর শেষ জয়।     

>> কোপা আমেরিকায় ব্রাজিল কোচ তিতের অপরাজিত পথচলা আরও দীর্ঘ হলো, ১২ ম্যাচ (৯ জয় ও ৩ ড্র)। সেমি-ফাইনাল জিতে স্পর্শ করেছেন প্রতিযোগিতাটিতে ব্রাজিলের সাবেক কোচ মারিও জাগালোর রেকর্ড (১২ ম্যাচ; ১০ জয় ও দুই ড্র)।

>> ব্রাজিলের বিপক্ষে ম্যাচ বাদে কোপা আমেরিকায় ১২ ম্যাচ অপরাজিত পেরু (৬টি করে জয় ও ড্র।

>> এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত সর্বোচ্চ (১২) গোল করেছে ব্রাজিল। এর আটটি এসেছে দ্বিতীয়ার্ধে আর এর পাঁচটি শেষ ১৫ মিনিটে।