ইতালির মতো শক্তিশালী নয় স্পেন: মরিনিয়ো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2021 12:12 AM BdST Updated: 06 Jul 2021 12:21 AM BdST
ইউরোর মঞ্চে স্পেনের সঙ্গে সবশেষ দেখায় হেসেছিল ইতালি। এবারের আসরে দারুণ ধারাবাহিক তারাই, অনেকের চোখে এখন পর্যন্ত আসরের সেরা দল। জোসে মরিনিয়োও দেখছেন সেভাবেই। স্পেনের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে রবের্তো মানচিনির দলকেই এগিয়ে রাখছেন পর্তুগিজ এই কোচ।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে প্রতাপশালী এই দুই দল। লন্ডনের ওয়েম্বলিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
২০১৬ আসরের শেষ ষোলোয় স্পেনকে ২-০ গোলে হারিয়েছিল ইতালি। এবারের আসরে তারা এখন পর্যন্ত অপরাজিত। এমনকি বাছাই ও মূল পর্ব মিলিয়ে ইউরোর আঙিনায় টানা ১৫ ম্যাচ জিতেছে তারা। তবে ইউরোর আগের দুই আসরে স্পেনের বিপক্ষে হারের তেতো স্বাদ পেতে হয়েছিল ১৯৬৮ সালের চ্যাম্পিয়নদের।
এবারের টুর্নামেন্টে শুরুর দিকে কিছুটা ধুঁকলেও এখন দারুণ ছন্দে রয়েছে স্পেনও। মরিনিয়ো মানছেন, খাটো করে দেখার দল নয় তারা। তারপরও এবার তার চোখে শক্তিশালী ইতালি, টকস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি।

২০০৮ ইউরোতে কোয়ার্টার-ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়েই স্পেন এগিয়ে গিয়েছিল ট্রফি জয়ের দিকে। চার বছর পর ২০১২ আসরের ফাইনালে তারা ইতালিকে উড়িয়ে দেয় ৪-০ গোলে।
-
রিয়ালের বিপক্ষে হেরে ফাইনালে রিয়ালেরই ‘সমর্থক’ পিএসজি কোচ
-
মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের টানা পাঁচ
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’