কোচের চোখে মেসির সঙ্গে তুলনীয় কেউ নয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2021 06:43 PM BdST Updated: 04 Jul 2021 06:43 PM BdST
লিওনেল মেসির প্রতি মুগ্ধতার কথা অনেকবারই বলেছেন লিওনেল স্কালোনি। দলের অধিনায়কের স্তুতি আরও একবার শোনা গেল আর্জেন্টিনা কোচের কণ্ঠে। একুয়েডরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর বললেন, তার চোখে মেসিই সর্বকালের সেরা।
গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলকে প্রতিযোগিতার সেমি-ফাইনালে তোলার ম্যাচে নিজে গোল করার পাশপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন মেসি।
প্রথমার্ধের শেষ দিকে মেসির দারুণ পাসে রদ্রিগো দে পল দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লাউতারো মার্তিনেসও ব্যবধান বাড়ান অধিনায়কের পাস থেকে। আর যোগ করা সময়ে দুর্দান্ত ফ্রি কিকে জাল খুঁজে নেন মেসি নিজে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসিকে প্রশংসায় ভাসান স্কালোনি। তার মতে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে কারো তুলনা করা বেশ কঠিন।
“সে সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবলপ্রেমী হিসেবে আমাদের জন্য সবচেয়ে ভালো যেটা হতে পারে, তা হলো সে যতদিন সম্ভব খেলা চালিয়ে যাক এবং আমরা তা উপভোগ করি। এমনকি প্রতিপক্ষও তার খেলা উপভোগ করে।”
মেসির দারুণ নৈপুণ্যের পরও ম্যাচটা আর্জেন্টিনার জন্য সহজ ছিল না। মার্তিনেসের গোলের আগ পর্যন্ত ম্যাচে ভালোভাবেই ছিল একুয়েডর। সমতা আনার বেশ কিছু সুযোগও পেয়েছিল দলটি। লড়াই করেছিল দারুণভাবে।
আর্জেন্টিনা কোচও বলেছেন একই কথা। তার মতে, অন্য সব প্রতিযোগিতার চেয়ে কোপা আমেরিকায় চ্যালেঞ্জ অনেক বেশি।
“যারা বিশ্বাস করে, সবসময় সহজে জিততে পারবে, তারা ভুল। বিশেষ করে কোপা আমেরিকায়, যেখানে কন্ডিশন বাকি সব প্রতিযোগিতার চেয়ে বেশ আলাদা।”
দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। জানিয়েছেন, এখন লক্ষ্য কলম্বিয়ার বিপক্ষে সেমি-ফাইনালের চ্যালেঞ্জ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় হবে ম্যাচটি।
“শেষ মিনিট পর্যন্ত তারা তাদের সেরাটা দিয়েছে এবং এতে আমি গর্বিত। আমরা শান্ত থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বাদ পড়ার মতো একটি জায়গায় দাঁড়িয়ে আছি এবং একই সঙ্গে সুযোগ আছে ফাইনালেও খেলার। এটি খুবই গুরুত্বপূর্ণ।”
-
মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’