চেকদের হারিয়ে শেষ চারে ডেনমার্ক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2021 11:57 PM BdST Updated: 04 Jul 2021 12:47 AM BdST
প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ডেনমার্ক বিরতির পর ছন্দ হারাল কিছুটা। ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগাল চেক রিপাবলিক। তবে শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। দারুণ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ডেনিশরা।
আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। টমাস ডেলানি ও কাসপের ডলবার্গের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান পাত্রিক শিক।
প্রথমার্ধে আক্রমণে আধিপত্য করে ডেনমার্ক, দ্বিতীয়ার্ধে চেক রিপাবলিক। বল দখলে কিছুটা এগিয়ে থাকা চেকরা ম্যাচে গোলের জন্য শট নেয় ১৬টি, ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে ডেনমার্কের ১১ শটের ৭টি লক্ষ্যে ছিল।
ডেনিশদের শুরুটা হয় দুর্দান্ত। পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাচের প্রথম কর্নারে হেডে বল জালে পাঠান অরক্ষিত মিডফিল্ডার ডেলানি।

দুই মিনিট পর আবার সুযোগ পান ডেলানি। ডান দিক থেকে সতীর্থের নিচু ক্রসে ডি-বক্সে তার ভলি লক্ষ্যে থাকেনি।
২২তম মিনিটে গোলরক্ষক কাসপের স্মাইকেলের ভুলে বিপদে পড়তে বসেছিল ডেনমার্ক। তিনি বল তুলে দেন প্রতিপক্ষের লুকাস মাসোপুস্টের পায়ে। পরে এই মিডফিল্ডারের পাসে কাছ থেকে তমাস হোলেসের প্রচেষ্টা ঠেকান স্মাইকেল।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ডলবার্গ। বাঁ দিক থেকে ইওয়াখিম মেইলের দারুণ ক্রসে ছয় গজ বক্সের মুখে ভলিতে ঠিকানা খুঁজে নেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আসরে ডলবার্গের গোল হলো তিনটি। শেষ ষোলোয় ওয়েলসের বিপক্ষে দলের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে করেছিলেন জোড়া গোল।

৪৯তম মিনিটে চেকদের আর আটকে রাখতে পারেনি ডেনিশরা। ডান দিক থেকে ভ্লাদিমির কুফলের নিচু ক্রসে ডি-বক্সে ভলিতে ব্যবধান কমান শিক।
পাঁচ ম্যাচে শিকের গোল হলো পাঁচটি। আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকার চূড়ায় ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসলেন তিনি।
৬১তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান চেক রিপাবলিকের তমাস সুচেক। মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলা চালিয়ে যান এই মিডফিল্ডার।
৭৮তম মিনিটে ব্যবধান বাড়তে পারতো ডেনমার্কের। প্রায় ২০ গজ দূর থেকে ইউসুফ পোলসেনের নেওয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক তমাস ভাসিলিক।
যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে চেক রিপাবলিকের বারাকের ভলি পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে পরের ধাপে যাওয়ার আশা শেষ হয়ে যায় তাদের। উৎসবে মাতে ডেনিশরা।
১৯৯২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠল ডেনমার্ক। অথচ প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল তারা। শেষ রাউন্ডে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে জায়গা করে নেয় শেষ ষোলোয়। যেখানে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে নিশ্চিত করে শেষ আটের টিকেট। স্বপ্নময় পথচলায় দলটি এগিয়ে গেল আরও এক ধাপ।

আর চেক রিপাবলিক নকআউটে আসে তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে। শেষ ষোলোয় তারা অবিশ্বাস্যভাবে হারিয়ে দেয় গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে উড়তে থাকা নেদারল্যান্ডসকে। তাদের যাত্রা আর দীর্ঘ হলো না।
শেষ চারে ইংল্যান্ড অথবা ইউক্রেনের বিপক্ষে খেলবে ডেনমার্ক।
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’