পরিসংখ্যানে পেরু-প্যারাগুয়ে ম্যাচ

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে পেরু-প্যারাগুয়ে ম্যাচ নিয়ে তেমন উম্মাদনা না থাকলেও জমজমাট লড়াই উপহার দিয়েছে দুই দল। নির্ধারিত সময়ে ৩-৩ ড্র হওয়ার পর টাইব্রেকার। সেখানে ৪-৩ গোলে জিতে সেমি-ফাইনালে জায়গা করে নেয় পেরু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2021, 12:16 PM
Updated : 3 July 2021, 12:16 PM

ম্যাচটিতে ব্যক্তিগত ও দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> পেরু ও প্যারাগুয়ের মধ্যে টানা দ্বিতীয় ম্যাচ ড্র হলো। এই দুই ম্যাচে মোট গোল হয়েছে ১০টি। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের ম্যাচটি শেষ হয়েছিল ২-২ ড্রয়ে।

>> পেরুর হয়ে তৃতীয় গোলটি করেন ইয়োশিমার ইয়োতুন। এই ম্যাচ দিয়েই কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আগে থেকে যৌথভাবে শীর্ষে থাকা কর্নেলিয়ো এরেদিয়া ও পাউলো গেররেরোর পাশে বসেছেন ইয়োতুন (২৫ ম্যাচ)।

>> সব প্রতিযোগিতা মিলিয়ে প্যারাগুয়ের বিপক্ষে টানা ৮ ম্যাচ অপরাজিত রইল পেরু (৬ জয়, ২ ড্র)। সবকটি ম্যাচেই গোলের দেখা পেয়েছে দলটি।

>> ম্যাচে দুটি গোল করেন পেরুর জানলুকা লাপাদুলা, টুর্নামেন্টে তার গোল হলো তিনটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর পেরুর হয়ে ম্যাচে দুই গোল করা প্রথম খেলোয়াড় তিনি।