পরিসংখ্যানে ব্রাজিল-চিলি ম্যাচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2021 04:09 PM BdST Updated: 03 Jul 2021 04:09 PM BdST
দ্বিতীয়ার্ধের প্রায় প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলেও অজেয় যাত্রা ধরে রেখেছে ব্রাজিল। রক্ষণ অটুট রেখে কোয়ার্টার-ফাইনালে হারিয়েছে চিলিকে। ধরে রেখেছে দেশটির বিপক্ষে আধিপত্য।
রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে কোয়ার্টার-ফাইনালে চিলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।
ম্যাচটির ব্যক্তিগত এবং দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> কোপা আমেরিকায় চিলির বিপক্ষে শেষ ৫ ম্যাচেই জিতেছে ব্রাজিল। এই ম্যাচগুলোতে ব্রাজিল গোল করেছে ১২টি, হজম করেছে মাত্র একটি। ঘরের মাটিতে এই প্রতিযোগিতায় চিলির বিপক্ষে কখনো হারেনি তারা (৩ জয়, ১ ড্র)।
>> কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ২২ বার মুখোমুখি লড়াইয়ে মাত্র এক বার দলটির বিপক্ষে গোল করতে পারেনি তারা (১৭ জয়, ২ ড্র, ৩ হার)। ১৯৮৭ আসরে সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল তারা, যা চিলির বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে হার।
>> তিতের কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচের (৪৪ জয়, ১১ ড্র, ৪ হার) ৪১টিতে কোনো গোল হজম করেনি ব্রাজিল (৩৭ জয়, ৪ ড্র)।
>> ব্রাজিলের বিপক্ষে চিলির পাঁচটি শট ছিল লক্ষ্যে। তিতে কোচ হয়ে আসার পর কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচে প্রতিপক্ষের এটিই লক্ষ্যে সর্বোচ্চ শট। এই প্রতিযোগিতায় এর আগে তাদের বিপক্ষে লক্ষ্যে তিনটির বেশি শট নিতে পারেনি কোন দল।
>> টুর্নামেন্টে সর্বোচ্চ ড্রিবল করা খেলোয়াড়দের তালিকায় নেইমার আছেন দুইয়ে (৪ ম্যাচে ২১)। ৪ ম্যাচে ২২ ড্রিবল করে তার চেয়ে এগিয়ে কেবল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আসরে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার (২১ বার)।
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?