জাতীয় দলকে টনি ক্রুসের বিদায়

আর মাত্র ১৬ মাস পর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। এমন সময় সবাইকে হতবাক করে দিয়ে জাতীয় দলকে বিদায় বলে দিলেন জার্মানির তারকা মিডফিল্ডার টনি ক্রুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 12:44 PM
Updated : 2 July 2021, 01:54 PM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে তার দলের ছিটকে পড়ার দুদিন বাদে শুক্রবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ক্রুস। তার এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও ৩১ বছর বয়সী এই খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, অনেক দিন ধরে অনেক কিছু ভেবেই সিদ্ধান্তটি নিয়েছেন তিনি।

“অনেক দিন ধরে ভেবেই আমি এই টুর্নামেন্ট শেষে বিদায় বলার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। অনেক আগেই আমি বুঝতে পেরেছি, ২০২২ সালে কাতার বিশ্বকাপে আমি খেলব না।”

দেশের বয়সভিত্তিক ফুটবলে খেলার পর ২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয় ক্রুসের। ক্রমেই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়া্ড়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেওয়ায় তার দারুণ ভূমিকা ছিল। জার্মানি জাতীয় দলের হয়ে মোট ১০৬ ম্যাচ খেলেছেন তিনি; ১৭ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৯টি।

গত মঙ্গলবার শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে বাদ পড়ে জার্মানি। গ্রুপ পর্বেও তাদের পারফরম্যান্স ভালো ছিল না। শেষ রাউন্ডে হাঙ্গেরির বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। পরে শেষ দিকে সমতা টেনে গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে পা রাখে দলটি।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর থেকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল যেন শুধু পেছনের দিকেই যাচ্ছে। সাফল্যের দেখা মিলেছে কালেভদ্রে। তবে ক্রুসের পারফরম্যান্স নিয়ে তেমন সমালোচনা হয়নি কখনও। গত মৌসুমে রিয়াল মাদ্রিদেও দারুণ ছন্দে ছিলেন তিনি।

ক্যারিয়ারের বাকিটা সময়ও ক্লাব ফুটবলেই মনোযোগ দিতে চান তিনি।

“আগামী কয়েক বছরে আমি রিয়াল মাদ্রিদের হয়ে লক্ষ্য অর্জনে মনোযোগ দিতে চাই। এখন আমি নিয়মিত বিরতিও নিব, জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ১১ বছরের ক্যারিয়ারে যা পাইনি।”

“এখন আমি বাবা হিসেবে আমার সন্তানদের পাশে ও স্বামী হিসেবে স্ত্রীর পাশে আরও বেশি সময় থাকতে চাই। জাতীয় দলের এই জার্সি এত দীর্ঘ সময় ধরে পরতে পারাটা ছিল সম্মানের।”

বিদায়বেলায় ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ক্রুস। ধন্যবাদ জানিয়েছেন সমালোচকদেরও, যাদের সমালোচনা তাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।

এবারের ইউরো দিয়েই শেষ হয়েছে জার্মানি জাতীয় দলের সঙ্গে ইওয়াখিম লুভের দীর্ঘ ১৫ বছরের পথচলা। কোচের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রুস, তার ওপর আস্থা রাখার জন্য।

“শেষে আমি ইওয়াখিম লুভকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় ও বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। তিনি আমার ওপর আস্থা রেখেছিলেন। আমরা মিলে সাফল্যের একটা গল্প লিখেছি। আপনার দলে খেলাটা দারুণ সম্মানের ছিল…আগামীর জন্য শুভকামনা।”

জার্মানি জাতীয় দলের নতুন কোচ হান্স ফ্লিককেও শুভকামনা জানিয়েছেন ক্রুস।