কঠিন সময়ে ভালো খেলা চিলিকে নিয়ে সাবধানী তিতে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2021 03:42 PM BdST Updated: 02 Jul 2021 03:42 PM BdST
আগের তিন আসরে শিরোপা ভাগ করে নেওয়া দুই দলের লড়াই। তাই গ্রুপ পর্ব চিলির খুব একটা ভালো না কাটলেও তাদের নিয়ে সাবধানী ব্রাজিল কোচ তিতে। তার মতে, কঠিন সময়েই সেরাটা বের হয়ে আসে চিলির খেলোয়াড়দের।
বাংলাদেশ সময় শনিবার ভোর ছয়টায় সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। দেশের মাটিতে গত আসরের শিরোপা জিতেছিল ব্রাজিল। তার আগের দুই আসের শিরোপা ঘরে তোলে চিলি।
শেষ চারে যাওয়ার পথ সহজ হবে না, বুঝতে পারছেন তিতে। লড়াইয়ে নামার আগে চিলিকে সমীহ করার কথা জানালেন তিনি।
“চিলি অভিজ্ঞ খেলোয়াড়দের একটি দল। কঠিন সময়ে এই দলের খেলোয়াড়রা ভালো খেলে। ওদের খেলায় বৈচিত্র্য আছে, তাই আমরা সব ধরনের পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছি এবং ওদের শক্তির জায়গাটাকে অকার্যকর রাখার জন্য সবচেয়ে ভালো কৌশল ঠিক করছি।”

“এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে চারটি ফল নির্ধারক বিষয়ে খুব দৃঢ় হতে হয়- ট্যাকটিক্যাল, টেকনিক্যাল, শারীরিক ও মানসিক দিক। এগুলো ঠিকঠাক করতে পারলেই আমরা জয়ের কাছে পৌঁছে যাব।”
প্রতিটি ম্যাচেই বেশ কিছু পরিবর্তন এনেছেন তিতে। চোট পাওয়া ডিফেন্ডার ফেলিপে ছাড়া সুযোগ দিয়েছেন সবাইকে। নক আউট পর্বেও কি ধরে রাখবেন এই ধারা? নাকি খেলবেন একই একাদশ নিয়ে। জবাব জানতে তিতে চোখ রাখতে বললেন ম্যাচে।
“আমার কিছু পরিকল্পনা আছে। তবে অবশ্যই এখানে আমি বলব না, কাদের আমরা বেছে নিয়েছি কিংবা কাদের বেছে নিতে যাচ্ছি। তবে হ্যাঁ, প্রতিপক্ষের শক্তির জায়গা এবং আমাদের খেলোয়াড়রা কোথায় বেশি স্বচ্ছন্দ বোধ করে সেসব বিবেচনায় রেখে আমরা কিছু বিকল্প নিয়ে ভেবেছি। আমরা এখান থেকেই একটা বেছে নেব।”
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?