হঠাৎ স্থগিত লিগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2021 03:20 PM BdST Updated: 02 Jul 2021 03:20 PM BdST
চলমান কঠোর লকডাউনের মধ্যেও প্রিমিয়ার লিগ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু হঠাৎই লিগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা।
বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বাফুফের পাঠানো লিগ বন্ধের বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে জানানো হয়েছে, বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি, আগামী কয়েকদিনের আবহাওয়া রিপোর্ট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা।
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সিদ্ধান্ত দেয় সরকার। যানবাহন, মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীও মাঠে নেমেছে।
অগাস্টের প্রথম সপ্তাহের আগে লিগ শেষের লক্ষ্য থাকায় সূচিতে কিছুটা বদল এনে খেলাগুলো চালিয়ে নিচ্ছিল বাফুফে। শুক্রবার মাঠে গড়ানোর কথা ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি।
কিন্তু বাফুফের এ লক্ষ্যে বাধ সাধে বৃষ্টি। গত কয়েকদিনের ভারী বর্ষণে মাঠের অবস্থা খেলার অনুপোযোগী হয়ে পড়ে। আগের দুই দিন পিচ্ছিল ও কর্দমাক্ত মাঠে খেলা চালিয়েছিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত লিগ স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে তারা।
সর্বাধিক পঠিত
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা