হঠাৎ স্থগিত লিগ

চলমান কঠোর লকডাউনের মধ্যেও প্রিমিয়ার লিগ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু হঠাৎই লিগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 09:20 AM
Updated : 2 July 2021, 09:20 AM

বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বাফুফের পাঠানো লিগ বন্ধের বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে জানানো হয়েছে, বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি, আগামী কয়েকদিনের আবহাওয়া রিপোর্ট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সিদ্ধান্ত দেয় সরকার। যানবাহন, মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীও মাঠে নেমেছে।

অগাস্টের প্রথম সপ্তাহের আগে লিগ শেষের লক্ষ্য থাকায় সূচিতে কিছুটা বদল এনে খেলাগুলো চালিয়ে নিচ্ছিল বাফুফে। শুক্রবার মাঠে গড়ানোর কথা ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি।

কিন্তু বাফুফের এ লক্ষ্যে বাধ সাধে বৃষ্টি। গত কয়েকদিনের ভারী বর্ষণে মাঠের অবস্থা খেলার অনুপোযোগী হয়ে পড়ে। আগের দুই দিন পিচ্ছিল ও কর্দমাক্ত মাঠে খেলা চালিয়েছিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত লিগ স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে তারা।