ইতালির বিপক্ষে ডে ব্রুইনে-আজারকে পাবে বেলজিয়াম?

সামনে মহারণ। কিন্তু ধারাল দুই অস্ত্রকে পাওয়া নিয়েই শঙ্কায় বেলজিয়াম। লড়াইয়ের আগের দিনও অনুশীলন করতে পারেননি কেভিন ডে ব্রুইনে ও এদেন আজার। তবে আশা ছাড়ছেন না বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস। ইতালির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগে শেষ মুহূর্ত পর্যন্ত দুজনের জন্য অপেক্ষা করা হবে বলে জানালেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 05:55 AM
Updated : 2 July 2021, 05:55 AM

শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে দলের জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এই দুজন। আজারের হ্যামস্ট্রিংয়ে টান লাগে সেদিন, ডে ব্রুইনের চোট অ্যাঙ্কেলে।

চোটের পর থেকে আর অনুশীলন করতে পারেননি দুজন। বৃহস্পতিবার ম্যাচের ভেন্যু মিউনিখে উড়াল দেওয়ার আগে শেষ অনুশীলনেও তারা দুজন ছিলেন দর্শক। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দারুণ ছন্দে থাকা ইতালির বিপক্ষে শুক্রবার বেলজিয়ামের লড়াই।

অনিশ্চয়তাকে সঙ্গী করে ম্যাচের আগের দিন কোচ মার্তিনেস বললেন, দুজনকে নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন শেষ সময়ে।

“এদেনের জন্য কঠিন হবে (মাঠে নামা), কারণ তার চোট সফট টিস্যুর। কেভিনের জন্য হয়তো একটু ভিন্ন, ওর সমস্যা লিগামেন্টে।”

“আমরা জানি, সময়ের সঙ্গে যুদ্ধ চলছে আমাদের। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধান্ত নিতে। উন্নতির ছাপ দেখছি আমরা, তবে আগামীকাল আবার দেখব যে ওদের খেলানো যাবে নাকি না। দুর্ভাগ্যজনকভাবে, এখনই সিদ্ধান্ত নিতে পারছি না আমরা।”