রোনালদোকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিল ইউভেন্তুস

ইউভেন্তুসে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির নতুন ক্রীড়া পরিচালক ফেদেরিকো চেরুবিনি। জানালেন, ক্লাব ছাড়তে চাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি পর্তুগিজ তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 05:32 PM
Updated : 1 July 2021, 05:32 PM

তুরিনের ক্লাবটিতে রোনালদোর চুক্তির মেয়াদ আছে ২০২২ সালের জুন পর্যন্ত। গুঞ্জন আছে, চলতি গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চার ম্যাচে পাঁচ গোল করে এখন পর্যন্ত এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার দল গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল যদিও বিদায় নিয়েছে শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে হেরে।

চেরুবিনি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, বিশ্রাম শেষে দলের সঙ্গে যোগ দেবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

“ক্লাব ছাড়ার সম্ভাবনার বিষয়ে রোনালদোর কাছ থেকে কোনো ইঙ্গিত আমরা পাইনি, ইউভেন্তুসের কাছেও তেমন কিছু নেই।”

ইউভেন্তুসের হয়ে তিন মৌসুমে রোনালদো করেছেন ১০১ গোল। এর মধ্যে সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে তার গোল ৩৬টি। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড এখনও ইউভেন্তুসের গুরুত্বপূর্ণ অংশ বলে জানান চেরুবিনি।