১৯ বছরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার মিশ্র
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2021 07:20 PM BdST Updated: 01 Jul 2021 07:50 PM BdST
-
অভিমন্যু মিশ্র। ছবি: টুইটার
দাবার দুনিয়ায় নতুন ইতিহাস লিখেছেন যুক্তরাষ্ট্রের দাবাড়ু অভিমন্যু মিশ্র। সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার এখন তিনিই।
হাঙ্গেরির বুদাপেস্টে বুধবার তৃতীয় নর্ম অর্জনের মধ্য দিয়ে ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে গ্র্যান্ডমাস্টার হন মিশ্র। ভেঙে দেন সের্গেই কারইয়াকিনের ১৯ বছরের পুরনো রেকর্ড। ১২ বছর ৭ মাস বয়সে রেকর্ডটি গড়েছিলেন রুশ তারকা সের্গেই।
গ্র্যান্ডমাস্টার টাইটেল অর্জনের লক্ষ্যে মিশ্র ও তার বাবা গত এপ্রিল থেকে বুদাপেস্টে ছিলেন। গত দুই মাসে দুটি নর্ম অর্জন করেন মিশ্র। ভেজেরকেপজো জিএম মিক্সে বুধবার ভারতের গ্র্যান্ডমাস্টার লেওন মেনদোনকাকে হারিয়ে তৃতীয় নর্ম অর্জন করেন তিনি। সোচিতে অনুষ্ঠেয় ফিদে বিশ্বকাপে যাওয়ার আগে এটাই ছিল তার শেষ টুর্নামেন্ট।
গ্র্যান্ডমাস্টার হতে একজন দাবাড়ুকে তিনটি জিএম নর্ম ও ইএলও রেটিংয়ে ন্যূনতম ২৫০০ পয়েন্ট ছুঁতে হয়। নর্ম অর্জন করা যায় শুধুমাত্র যেসব টুর্নামেন্টে অন্তত ৫০ শতাংশ প্রতিদ্বন্দ্বী টাইটেলধারী এবং কমপক্ষে এক-তৃতীয়াংশ গ্র্যান্ডমাস্টার।
দাবায় সবচেয়ে কম বয়সে বড় অর্জনকে স্পর্শ করা যেন মিশ্রর অভ্যাসে পরিণত হয়েছে। সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের রেকর্ডও তারই।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ