লা লিগায় রিয়াল-বার্সার প্রথম লড়াই কাম্প নউয়ে

নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। ২০২১-২২ মৌসুমে প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। আসরের প্রথম ক্লাসিকো হবে কাম্প নউয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2021, 04:57 PM
Updated : 30 June 2021, 04:57 PM

আগামী ১৫ অগাস্ট মাঠে গড়াবে এবারের আসর।

সেল্তা ভিগোর মাঠে শুরু হবে আতলেতিকোর শিরোপা ধরে রাখার অভিযান। রিয়াল শিরোপা পুনরুদ্ধারের লড়াই শুরু করবে আলাভেসের মাঠে। বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

দশম রাউন্ডে হবে লিগের প্রথম এল ক্লাসিকো। আগামী ২৪ অক্টোবর কাম্প নউয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। পরের বছর ২৯তম রাউন্ডে আবার মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। রিয়ালের মাঠে ম্যাচটি হবে ২০ মার্চ।

১৭তম রাউন্ডে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও আতলেতিকো। আগামী ১২ ডিসেম্বর ম্যাচটি হবে রিয়ালের মাঠে। ৩৫তম রাউন্ডে আতলেতিকোর মাঠে আবারও লড়াইয়ে নামবে দল দুটি, আগামী ৮ মে।

ক্লাসিকোর আগে অষ্টম রাউন্ডে আগামী ৩ নভেম্বর আতলেতিকোর মাঠে খেলবে বার্সেলোনা। আবার ২৩তম রাউন্ডে কাম্প নউয়ে গত আসরের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে তারা।

শেষ রাউন্ডে বার্সেলোনা পাচ্ছে কঠিন প্রতিপক্ষ। ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে তারা ঘরের মাঠে। রিয়াল ঘরের মাঠে খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। শুরুর মতো আতলেতিকোর শেষও প্রতিপক্ষের মাঠে। তারা খেলবে সোসিয়েদাদের বিপক্ষে।