ব্রাজিলিয়ান মাথেউসের সঙ্গে বার্সার চুক্তি বাতিল

বার্সেলোনায় দীর্ঘ হলো না মাথেউস ফের্নান্দেসের ক্যারিয়ার। দুই পক্ষের সমঝোতায় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাতালান ক্লাবটি। তাদের হয়ে একটি ম্যাচে তিনি খেলেছেন কেবল ১৭ মিনিট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 02:55 PM
Updated : 29 June 2021, 02:55 PM

লা লিগার দলটি মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানায়।
 
গত বছরের শীতকালীন দলবদলে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে মাথেউসকে দলে টেনেছিল বার্সেলোনা। চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু চুক্তির মেয়াদ চার বছর বাকি থাকতেই শেষ হয়ে গেল তার বার্সেলোনা ক্যারিয়ার।
 
দলে টানার পরপরই তাকে ধারে পাঠানো হয় রিয়াল ভাইয়াদলিদে। দলটির হয়ে ২০১৯-২০ মৌসুমে তিনি খেলেন কেবল তিন ম্যাচ। ২০২০-২১ মৌসুমের শুরুতে ফেরেন ক্যাম্প নউয়ে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দিনামো কিয়েভের বিপক্ষে দলের ৪-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে পেদ্রির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।