ইংল্যান্ডের বিপক্ষে জার্মান ত্রয়ীকে নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2021 04:17 PM BdST Updated: 29 Jun 2021 09:20 PM BdST
-
হাঙ্গেরির বিপক্ষে মাথায় আঘাত পেয়েছিলেন ইলকাই গিনদোয়ান।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ইলকাই গিনদোয়ান, রবিন গোজেন্স ও আন্টোনিও রুডিগারকে নাও পেতে পারে জার্মানি। তিন জনই ফিটনেস সমস্যায় ভুগছেন।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের দিনই তাদের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান জার্মান কোচ ইওয়াখিম লুভ।
মিডফিল্ডার গিনদোয়ান গত বুধবার হাঙ্গেরির বিপক্ষে ২-২ ড্র ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন। সোমবার তিনি আলাদা অনুশীলন করেন। ফুলব্যাক গোজেন্স ও সেন্ট্রাল ডিফেন্ডার রুডিগার এদিন পুরো অনুশীলন সেশন শেষ করলেও অস্বস্তি অনুভব করছিলেন।
এদের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষার কথা জানান লুভ।
“তিন জনের বিষয়েই আমরা দেখব, তারা কতটা কাটিয়ে উঠতে পারে। এরপর আগামীকাল (মঙ্গলবার) আমরা সিদ্ধান্ত নেব। এখন আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। আমাদের অপেক্ষা করতে হবে। আজ (সোমবার) রাতে এখন পর্যন্ত আমরা জানি না।”
মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষে দলটির কোচের পদ ছাড়বেন লুভ। হারলে এই ম্যাচই তাই হয়ে থাকবে জার্মানির কোচ হিসেবে তার শেষ ম্যাচ।
১৯৬৬ বিশ্বকাপের ফাইনালের পর থেকে কোনো মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে হারেনি জার্মানি। ১৯৯০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ওই সময়ের পশ্চিম জার্মানি ও ১৯৯৬ ইউরোর সেমি-ফাইনালে টাইব্রেকারে জিতেছিল জার্মানি। পরে ২০১০ বিশ্বকাপে তাদের কাছে শেষ ষোলোয় উড়ে গিয়েছিল ইংলিশরা।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি