জাতীয় দলের হয়ে সর্বোচ্চ (১৪৮) ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে জোড়া গোল করলেন লিওনেল মেসি। কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সতীর্থের গোলেও রাখলেন অবদান। তাতে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ছবি: রয়টার্স