‘ক্রমেই উন্নতি হচ্ছে আর্জেন্টিনার’

সময় যত গড়াচ্ছে, আর্জেন্টিনার খেলাও যেন তত খুলছে। ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু করা দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছে দুর্দান্ত। মিডফিল্ডার জিওভানি লো সেলসো তাই বলছেন, দারুণ ছন্দে থেকে শেষ আটের লড়াইয়ে যাচ্ছে তাদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 06:39 AM
Updated : 29 June 2021, 11:40 AM

চিলির সঙ্গে ১-১ ড্র দিয়ে এবার শুরু হয়েছিল আর্জেন্টিনার কোপা আমেরিকা অভিযান। পরের দুই ম্যাচে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে জয় আসে ১-০ গোলে। অবশেষে বলিভিয়ার বিপক্ষে দেখা যায় তাদের সেরাটা। আর্জেন্টিার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে লিওনেল মেসি করেন জোড়া গোল, জয় ধরা দেয় ৪-১ গোলে।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামে লো সেলসো। ম্যাচের পর তিনি বললেন, টুর্নামেন্টের মূল অংশের জন্য এখন তৈরি তারা।

“ভালো ফর্মে থেকে আমরা কোয়ার্টার-ফাইনালে যাচ্ছি। এই দল জানে, তারা কিভাবে খেলছে এবং এভাবেই খেলে যেতে চায়। ক্রমেই উন্নতি হচ্ছে দলের এবং এখন আসছে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ।”

সেমি-ফাইনালের ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ একুয়েডর। ম্যাচ শুরু বাংলাদেশ সময় আগামী রোববার সকাল সাতটায়।