চোখের জলে পর্তুগালের বিদায়, কোচ বললেন ‘জয় প্রাপ্য ছিল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2021 12:35 PM BdST Updated: 28 Jun 2021 12:35 PM BdST
-
ম্যাচ শেষে রোনালদোর যন্ত্রণাক্লিষ্ট মুখ।
-
পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসের মতে, জয় তাদের প্রাপ্য ছিল।
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সব মুখ থুবড়ে পড়ল বাস্তবতার জমিনে। পর্তুগালের শিরোপা ধরে রাখার অভিযান শেষ হয়ে গেল কোয়ার্টার-ফাইনালের আগেই। সেই হতাশাই ঝরে পড়ল অশ্রু হয়ে। বেলজিয়ামের কাছে হেরে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার পর ড্রেসিং রুমে ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন বলে জানালেন কোচ ফের্নান্দো সান্তোস।
শেষ ষোলোর লড়াইয়ে রোববার মাঠে আধিপত্য রাখলেও ম্যাচের ফল পক্ষে আনতে পারেনি পর্তুগাল। ম্যাচের প্রায় ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলে শট নেয় ২৩টি, যার চারটি ছিল লক্ষ্যে। কিন্তু পোস্টে লেগে, সুযোগ নষ্ট করে জালের দেখা পায়নি তারা।
গোলের উদ্দেশে বেলজিয়ামের ছয় শটের একটিই ছিল লক্ষ্যে। বাজিমাত সেটিতেই। ডি-বক্সের বেশ বাইরে থেকে তোরগান আজারের গোলা শেষ মুহূর্তে বাঁক খেয়ে পর্তুগিজ গোলরক্ষককে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। অনেক চেষ্টায়ও পর্তুগাল আর পারেনি সমতা ফেরাতে।
ম্যাচ শেষে কোচ সান্তোস বললেন, দলের ফুটবলারদের প্রতি তার কোনো অভিযোগ নেই।
“বলটি যদি ভেতরে না ঢুকত! অবশ্যই আমরা হতাশ ও কষ্ট পাচ্ছি। ফুটবলাররা ড্রেসিং রুমে কান্না করছে, হয়তো পর্তুগিজরাও (দেশের মানুষ)।”

পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসের মতে, জয় তাদের প্রাপ্য ছিল।
পর্তুগাল কোচ অবশ্য ভাগ্যকে দায় দিচ্ছেন না। তবে বলছেন, জয়টা তাদেরই প্রাপ্য ছিল।
“ ফুটবলে ন্যায়বিচার আর অবিচার বলে কিছু নেই। স্রেফ কেউ গোল করে, কেউ পারে না। আমরা গোল হজম করেছি, গোল করতে পারিনি। পর্তুগিজদের আনন্দের উপলক্ষ্য এনে দিতে সব চেষ্টাই করেছে আমার ফুটবলাররা। আমরা জিততে পারিনি, তবে জয় আমাদের প্রাপ্য ছিল।”
প্রায় ৭ বছর ধরে পর্তুগালের দায়িত্বে থাকা কোচের বিশ্বাস, এই ম্যাচ জিতলে শিরোপাও জিততে পারত তার দল।
“ আমরা সবাই এটা চাচ্ছিলাম। আমাদের বিশ্বাস ছিল, নিজেদের সামর্থ্যে আস্থা ছিল। আমরা জানতাম, এই ম্যাচ জিতলে, আরও জিতব। আমরা নিশ্চিত ছিলাম, ফাইনালে পৌঁছাতে পারব ও জিততে পারব।”
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স