১০ জনের নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটে চেক রিপাবলিক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2021 11:58 PM BdST Updated: 28 Jun 2021 12:43 AM BdST
লড়াইটা যেন হচ্ছিল দুই দলের রক্ষণের। বিরতির পর নেদারল্যান্ডসের ডিফেন্ডার মাটাইস ডি লিখট লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরই পাল্টে গেল চিত্র। প্রতিপক্ষ শিবিরে একজন কম থাকার সুযোগটা দারুণভাবে কাজে লাগাল চেক রিপাবলিক। উজ্জীবিত পারফরম্যান্সে উঠে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রোববার শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে জিতেছে চেকরা। তমাস হোলেসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান পাত্রিক শিক।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে উড়ছিল নেদারল্যান্ডস। কিন্তু নকআউটে এসে নিজেদের মেলে ধরতে পারল না তারা। পুরো ম্যাচে তাদের একটি শটও লক্ষ্যে ছিল না! শটই নিতেই পারে কেবল ৬টি। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।
ওই সুযোগটাই কাজে লাগায় তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে শেষ ষোলোয় ওঠা চেক রিপাবলিক। গোলের উদ্দেশে তাদের ১২ শটের ৫টি লক্ষ্যে ছিল।

২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় চেক রিপাবলিক। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের মুখে ডাইভিং হেডে চেষ্টা করেন তমাস সুসেক, কিন্তু লক্ষ্যে থাকেনি।
৩৮তম মিনিটে দারুণ একটি সুযোগ আসে চেক রিপাবলিকের বারাকের সামনে। সতীর্থের পাসে আট গজ দূর থেকে তার নেওয়া শট ডি লিখটের পায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পাস দেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই। কিন্তু কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ফন আনহোল্ট। পরে যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
৫১তম মিনিটে সুবর্ণ সুযোগ পান ডোনিয়েল মালেন। চেক রিপাবলিকের কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এগিয়ে যান তিনি। সামনে একমাত্র বাধা গোলরক্ষক, এগিয়ে এসে তাকে রুখে দেন তমাস ভাসিলিক।
পরের মিনিটেই মারাত্মক ভুলটা করে বসেন ডি লিখট। নিজেদের ডি-বক্সের সামনে পাত্রিক শিককে আটকাতে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকান তিনি। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।

৮০তম মিনিটে পরের গোলেও অবদান রাখেন তিনি। গোলরক্ষক ভাসিলিকের লম্বা করে বাড়ানো বল ক্লিয়ার করতে পারেনি ডাচ ডিফেন্ডাররা। বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন হোলেস। আট গজ দূর থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন শিক। আসরে চার ম্যাচে এটি তার চতুর্থ গোল।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার ডেনমার্কের মুখোমুখি হবে চেক রিপাবলিক।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ