জার্মানির লক্ষ্য ৯০ মিনিট, টাইব্রেকারের জন্য প্রস্তুত ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2021 09:06 PM BdST Updated: 27 Jun 2021 09:06 PM BdST
-
অনুশীলনে জার্মানির খেলোয়াড়রা
বড় টুর্নামেন্টের নকআউট পর্বে আবারও যখন মুখোমুখি ইংল্যান্ড ও জার্মানি, ঘুরে-ফিরে আসছে টাইব্রেকার প্রসঙ্গ। যেখানে অতীত অভিজ্ঞতা মোটেও ভালো নয় ইংল্যান্ডের। তাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুই দলের শেষ ষোলোর লড়াই যদি টাইব্রেকারে গড়ায়, এর জন্য দল প্রস্তুত বলে জানালেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। জার্মানির অবশ্য এত সব ভাবনা নেই। নির্ধারিত সময়েই তারা ম্যাচটি জিততে প্রত্যয়ী বলে জানালেন মিডফিল্ডার কাই হাভার্টজ।
মহাদেশীয় প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি হবে দল দুটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের প্রতিটি টাইব্রেকারেই জিতেছে জার্মানি। ইউরোয় এমন তিনটি ম্যাচের মধ্যে তাদের জয় দুটিতে। একমাত্র হার ১৯৭৬ আসরের ফাইনালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার বিপক্ষে।
১৯৯৬ আসরের সেমি-ফাইনালে ওয়েম্বলিতেই ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছিল তারা। পরে জিতেছিল প্রতিযোগিতাটিতে নিজেদের তৃতীয় শিরোপা।
তবে রোববার সংবাদ সম্মেলনে হাভার্টজ জানান, টাইব্রেকার তাদের মূল ভাবনার বিষয় নয়, নির্ধারিত সময়ে জয়ের জন্যই মাঠে নামবেন তারা।
“ম্যাচটি আমরা ৯০ মিনিটে জিততে চাই। টুর্নামেন্টের এই পর্যায়ে অবশ্যই টাইব্রেকারে যেতে পারে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। অনুশীলনের পর আমরা কিছু স্পট কিক নিয়েছি, দেখতে চেয়েছি কারা ভালো স্পট কিক নিতে পারে।”
“তবে এটি (টাইব্রেকার) ম্যাচের সবচেয়ে বড় বিষয় নয়। ১২০ মিনিট আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। (টাইব্রেকারের কথা ভেবে) নিজের ওপর বাড়তি চাপ নেওয়া ঠিক হবে না।”
ইংল্যান্ড কখনও ইউরোর নকআউট পর্বের কোনো ম্যাচ নির্ধারিত সময়ে জিততে পারেনি। ১৯৯৬ আসরের সেমি-ফাইনালে গুরুত্বপূর্ণ স্পট কিক মিস করেছিলেন তাদের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেট। ১-১ সমতার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জিতেছিল জার্মানি।
১৯৯০ বিশ্বকাপের সেমি-ফাইনালেও তৎকালীন পশ্চিম জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ইংলিশরা। টাইব্রেকারে তাদের দীর্ঘ ব্যর্থতার বৃত্ত ভাঙে ২০১৮ বিশ্বকাপে, শেষ ষোলোয় কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে। স্টোনস জানালেন, টাইব্রেকারের জন্য তারা প্রস্তুত রাখছেন নিজেদের।
“আমরা এটি কীভাবে করব, তা নিয়ে অনেক অনুশীলন করছি। আমাদের পালা এলে কী করণীয় সে বিষয়ে মনোযোগ রাখতে আমরা অনুশীলন করছি।”
গ্রুপ পর্বে কেবল একটি ম্যাচ জিতেছে জার্মানি। শেষ রাউন্ডে হাঙ্গেরির বিপক্ষে শেষ দিকের গোলে ২-২ ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে তারা।
ইংল্যান্ডের পারফরম্যান্স তেমন উজ্জ্বল না হলেও দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তারা হয় গ্রুপ চ্যাম্পিয়ন। কোনো গোল তারা হজম করেনি। কিন্তু প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে কেবল দুবার। তবে তাদের হালকা করে নেওয়ার সুযোগ দেখছেন না হাভার্টজ।
“তাদের অবমূল্যায়ন করা ঠিক হবে না। ইংল্যান্ডকে আমরা ভালো করেই জানি। তাদের দলে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে। এটা ঠিক যে তাদেরও উন্নতির সুযোগ আছে।”
“ইংল্যান্ড এখনও টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাদের সমীহ করতে হবে। তবে আমরাও ভালো দল। আমার এবং পুরো দলের জন্য এটি বিশেষ একটি ম্যাচ হবে।”
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টিতে আবার খেলা বন্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ