কোপা আমেরিকা শেষ চিলির মারিপানের

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালের আগে বড় একটি দুঃসংবাদ পেল চিলি। প্রতিযোগিতাটির বাকি অংশে গিলের্মো মারিপানকে পাচ্ছে না তারা। চোটের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেছে এই ডিফেন্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 09:48 AM
Updated : 27 June 2021, 09:48 AM

এক বিবৃতিতে শনিবার মারিপানের কোপা আমেরিকা শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চিলি।

গত মঙ্গলবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মারিপান ডান পায়ে অস্বস্তিবোধ করেন। পরে তার বদলি নামানো হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

প্যারাগুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচে ছিলেন না তিনি। এবার চিলি জানাল, চলতি আসরে আর খেলাই হচ্ছে না তার।

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলে ফেলেছে চিলি। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে এখন তৃতীয় স্থানে আছে তারা। নিশ্চিত করেছে শেষ আটের লড়াই।

৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে প্যারাগুয়ে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। একটি করে জয়-পরাজয়-ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ উরুগুয়ে। বলিভিয়া এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা।