কিংসের জয়ে 'বাংলাদেশি' কিংসলের গোল

বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ ম্যাচে আগ্রহের কেন্দ্রে ছিল নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এলিটা কিংসলে। শুরুর জড়তা কাটিয়ে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড গোল করলেন। পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করল রহমতগঞ্জও। শেষ পর্যন্ত জয়ের ধারা ধরে রাখল কিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2021, 01:09 PM
Updated : 26 June 2021, 01:37 PM

আন্তর্জাতিক ফুটবলের জন্য দেড় মাস বিরতির পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ফিরল প্রিমিয়ার লিগ। ২-১ গোলের জয় পাওয়া কিংস ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে।

লিগে এ নিয়ে টানা আট জয় পেল কিংস। প্রথম পর্বে রহমতগঞ্জের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা। লিগে এটি রহমতগঞ্জের অষ্টম হার।

বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করা কিংসলে গত মার্চে পান নাগরিকত্ব। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ মাসের শুরুর দিকে পান পাসপোর্ট। তাতে বাংলাদেশি হিসেবে খেলার জটিলতার অবসান হয়। প্রথম বিদেশি হিসেবে নিজ দেশ ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার ইতিহাস গড়লেন ২০১১ সাল থেকে বাংলাদেশের লিগে খেলা কিংসলে।

ছয় ফরোয়ার্ড নিয়ে শুরুর একাদশ সাজানো কিংস কোচ অস্কার ব্রুসন আক্রমণভাগে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়োকে বিশ্রামে রেখে সুযোগ দেন কিংসলেকে। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে যাওয়া লিগে সবশেষ আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে খেলা এই ফরোয়ার্ড শুরুর দিকে খুব একটা সাচ্ছ্বন্দ্য ছিলেন না।

পয়েন্ট টেবিলে নিচের দিকের দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি প্রথম আক্রমণে যায়। তৃতীয় মিনিটে ডিফেন্ডারদের কাটিয়ে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর গায়ে বল মেরে ভালো সুযোগ নষ্ট করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ক্রিস রেমি।

পঞ্চদশ মিনিটে পোস্টে প্রথম শট নেন কিংসলে। সেটি ছিল কিংসেরও প্রথম উল্লেখযোগ্য আক্রমণ। প্রথমবার তার শট এক ডিফেন্ডার ফেরানোর পর এই ফরোয়ার্ডের ফিরতি শট পা দিয়ে আটকান গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।

২৯তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ডান দিক থেকে জোনাথনের বাঁ পায়ের ক্রসে কাছের পোস্টে থাকা কিংসলে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন। একটু পর মেহেবুব হাসান নয়নের শট পোস্ট কাঁপিয়ে ফিরলে বেঁচে যায় কিংস।

রক্ষণ জমাট রেখে প্রায়েই কিংসের রক্ষণে হানা দেওয়া রহমতগঞ্জ সমতায় ফিরে ৩৯তম মিনিটে। ডি-বক্সের ঠিক উপর থেকে রেমির নিচু কোনাকুনি শট ডিফেন্ডার ইয়াসিন খানকে বোকা বানিয়ে জাল খুঁজে নেয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান-চিলিয়ান মিলিত প্রচেষ্টায় এগিয়ে যায় কিংস। জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন রাউল অস্কার বেসেরা। লিগে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৪টি। ১৬ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে তারই কিংস সতীর্থ রবিনিয়ো।

৬০তম মিনিটে কিংসলেকে তুলে রবিনিয়োকে নামান ব্রুসন। ৭৪তম মিনিটে পোস্টের বাইরে শট নিয়ে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ নষ্ট করেন বক্সে ফাঁকায় থাকা জোনাথন।

শেষ দিকে অশোভন আচরণের দায়ে লাল কার্ড দেখেন কিংসের ডিফেন্ডার মোহাম্মদ কাজী তারিক।