মোরাতার পরিবারকে হুমকি

মাঠে সময় ভালো কাটছে না আলভারো মোরাতার। সহজ সুযোগ নষ্ট করছেন, ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকেও গোল করতে। বাইরে তার পরিবারের কাটছে আরও দুঃসহ সময়। সেভিয়ার রাস্তায় তার স্ত্রী ও সন্তান পড়েছিলেন রোষের মুখে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 12:39 PM
Updated : 25 June 2021, 01:30 PM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগ থেকেই সবার মনোযোগের কেন্দ্রে আছেন মোরাতা। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করায় গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয় ইউভেন্তুসের এই স্ট্রাইকারকে। এরপর ইউরোর মূল পর্বে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচেও পারেননি জ্বলে উঠতে।

পোল্যান্ডের বিপক্ষে এক গোল করেন তিনি, কিন্তু এই ম্যাচেও জেতেনি দল। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে বুধবার স্লোভাকিয়াকে স্পেন ৫-০ গোলে উড়িয়ে দিলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোরাতা।

খারাপ খেলায় তাকে নিয়ে সমালোচনা হবে, মানছেন মোরাতা। তবে সবকিছুর একটা সীমা থাকা উচিত বলে মনে করেন তিনি। স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপকে দেওয়া সাক্ষাৎকারে সবাইকে তার জায়গা থেকে চিন্তা করতে বললেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

“আমি চাইব মানুষ নিজেদেরকে আমার জায়গা বসিয়ে চিন্তা করুক। ভাবুক, পরিবার নিয়ে হুমকি এলে কেমন লাগে। অনেকে বলছে, ‘আমি চাই তোমার বাচ্চা মারা যাক।’ রুমের বাইরে ফোন রেখে আসতে হয়েছিল আমার।”

“পেছনে মোরাতা লিখা জার্সি পরে আমার স্ত্রী ও সন্তান সেভিয়ায় স্টেডিয়ামে আসে এবং অনেকে তাদের লক্ষ্য করে চিৎকার করে। এটা খুব জটিল। আমি বুঝতে পারছি, সুযোগগুলো হাতছাড়া করায় মানুষ আমাকে দুয়ো দিচ্ছে কিন্তু সবকিছুর একটা সীমা আছে।”

স্লোভাকিয়ার বিপক্ষে স্পট কিক থেকে গোল করতে না পারার আক্ষেপে পুড়েছেন মোরাতা। সেই রাত নির্ঘুম কেটেছে বলে জানিয়েছেন তিনি। লোকের এতো সমালোচনার মাঝেও দলকে পাশে পাওয়ার কথা বললেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

“এটা নিয়ে গর্বিত যে, গা-গরমের ম্যাচে মানুষের দুয়োর পরও আমাকে পেনাল্টি নিতে দেওয়া হয়েছে। কয়েক বছর আগে হলে, আমি সম্পূর্ণ ভেঙে পড়তাম। তবে আমি সত্যিই অনুপ্রাণিত। যারা ভিন্ন ভাবছে, তারা আমাকে জানে না।”

শেষ ষোলোর লড়াইয়ে আগামী সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে নিজেকে প্রমাণ করার সুযোগ মোরাতার সামনে।