লকডাউনের সময়ে লিগ ম্যাচ শুধু বঙ্গবন্ধুতে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফের বেড়ে যাওয়ায় ঢাকার চারপাশের জেলাগুলোতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাগুলো আপাতত ঢাকার বাইরে আয়োজনের সুযোগ নেই। লকডাউন শিথিল না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে ম্যাচগুলো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 01:58 AM
Updated : 24 June 2021, 01:58 AM

আন্তর্জাতিক বিরতির পর আগামী শুক্রবার লিগ ফের শুরু হওয়ার কথা ছিল। একদিন পিছিয়ে তা শনিবার শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি।

ঢাকার বাইরে লিগের বাকি তিন ভেন্যু ছিল—কুমিল্লা, নরসিংদী ও টঙ্গী। পরিবর্তিত পরিস্থিতিতে এই তিন ভেন্যুতে খেলা হবে না বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

“ঢাকার আশপাশে চলমান লকডাউনের কারণে এখন বাইরের ভেন্যুতে খেলা হওয়ার সুযোগ নেই। বাকি ম্যাচগুলো হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। খেলা বন্ধ রাখার কোনো সুযোগ নেই। তাড়াতাড়ি খেলা শেষ করার পক্ষে মত দিয়েছে সবগুলো দলই।”

১৫ রাউন্ড শেষে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। লিগ ফেরার দিনে তারা মুখোমুখি হবে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির।

৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান।