রোনালদোর ১০৯ গোলের বিশ্ব রেকর্ড

গোল করলেই যেন রেকর্ড-চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ক্রিস্তিয়ানো রোনালদোর একেকটি নতুন কীর্তি হচ্ছে ঠিক এভাবেই। ফ্রান্সের বিপক্ষে তার দ্বিতীয় গোলে হলো সবচেয়ে কাঙ্ক্ষিত রেকর্ডটি। আন্তর্জাতিক ফুটবলে আলি দাইয়ের ১০৯ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন পর্তুগাল অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 08:30 PM
Updated : 23 June 2021, 10:00 PM

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করে ইরানের সাবেক তারকা ফুটবলার দাইকে স্পর্শ করেন রোনালদো।

পর্তুগাল তখন ২-১ গোলে পিছিয়ে। অন্য ম্যাচের ফলের হিসেবে এই অবস্থায় খেলা শেষ হলে বিদায় নিতে হবে তাদের। এমন সময় ৬০তম মিনিটে ফ্রান্সের ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুল কুন্দের হাতে বল লাগলে পেনাল্টি পায় গতবারের চ্যাম্পিয়নরা।

কোনো ভুল করেননি রোনালদো। দলকে সমতায় ফেরানোর পাশাপাশি রেকর্ডটি স্পর্শ করেন তিনি।

ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেওয়া গোলেও আরেকটি নতুন ইতিহাস লেখেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করেন তিনি। এখন ওই সংখ্যাটি ২১।

ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে; এখানে তার মোট গোল হয়েছে ১৪টি।