কলম্বিয়া ম্যাচেও দলে পরিবর্তনের আভাস দিলেন ব্রাজিল কোচ

দল জয়রথে থাকলেও একই একাদশ নিয়ে খেলছে না ব্রাজিল। প্রতি ম্যাচে পরিবর্তনের ধারা ধরে রাখার কথা জানালেন দলটির কোচ তিতে। জানালেন, কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে আসছে ম্যাচে বদল আসবে শুরুর একাদশে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 01:42 PM
Updated : 23 June 2021, 01:56 PM

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর পেরুর বিপক্ষে শুরুর একাদশে ছয় পরিবর্তন এনে তারা জেতে ৪-০ গোলে। দানিলো, এদের মিলিতাও, গাব্রিয়েল জেসুস, ফ্রেদ ও নেইমার; এই পাঁচ জনই কেবল ছিলেন দুই ম্যাচের শুরুর একাদশে। 

দলে বারবার পরিবর্তন এলেও সাম্প্রতিক সময়ে তাদের দাপুটে পারফরম্যান্সে কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডর ম্যাচের পর প্যারাগুয়ের বিপক্ষেও তিন পরিবর্তন এনে মাঠে নেমেছিল ব্রাজিল। ওই দুই ম্যাচেও জিতেছিল পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ছয়টায় কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিতে জানিয়ে দিলেন এই ম্যাচেও শুরুর একাদশে পরিবর্তন আনার কথা।

“আমরা যেভাবে খেলে থাকি, সেভাবে খেলে যাব। হ্যাঁ, আসছে ম্যাচেও (শুরুর একাদশে) কিছু পরিবর্তন আসবে। তবে তাতে খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না, যে বিষয়টায় আমরা সব সময়ই সতর্ক থাকার চেষ্টা করি।”

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ দেখায় জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। ২০১৯ সালের সেপ্টেম্বরে খেলা প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল তারা। ফিরতি দেখায় দলটিকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিতে।

“কলম্বিয়ার বিপক্ষে আমাদের লড়াই সবসময়ই বেশ কঠিন হয়। সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে আমাদের প্রীতি ম্যাচ ও বাছাইপর্বের লড়াইয়ে দিকে খেয়াল করলে দেখা যাবে, তারা সবসময়ই একটা শক্ত প্রতিপক্ষ। এই ভাবনার বিষয়টি আমি খেলোয়াড়দের বলেছি। আমি কলম্বিয়ার সামর্থ্যকে বাড়িয়ে বলছি না, স্রেফ যেসব কঠিন সময় পার করেছি তা মনে করিয়ে দিচ্ছি।”

বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচ মিলিয়ে সবশেষ দুই দেখায় কলম্বিয়ার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। দুই দলের মধ্যে ২০১৭ সালে বাছাইয়ের ম্যাচ ১-১ ড্রয়ের পর ২০১৯ সালের ওই ড্র হওয়া প্রীতি ম্যাচ।