গ্রুপ ‘ই’: কী করলে কী হবে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ দিনে মাঠে গড়াতে যাচ্ছে ‘ই’ গ্রুপের রোমাঞ্চকর লড়াই। চার দলেরই আছে নকআউট পর্বে ওঠার সুযোগ, এর মধ্যে তিন দলের আছে ছিটকে যাওয়ার শঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 04:14 AM
Updated : 23 June 2021, 04:14 AM

৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সুইডেন। দুইয়ে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৩। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্পেন। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে পোল্যান্ড।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচ দুটি। মুখোমুখি হবে স্লোভাকিয়া-স্পেন ও সুইডেন-পোল্যান্ড।

শেষ রাউন্ডের আগে দেখে নেওয়া যাক, দলগুলোর সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

নকআউট পর্ব নিশ্চিত হলেও সুইডেনের লড়াই গ্রুপ সেরা হওয়ার।

সুইডেন
:

>> নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে সুইডেনের।

>> শেষ ম্যাচে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা।

>> ড্র করলেও গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা আছে সুইডেনের, তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

> অন্য ম্যাচও ড্র হলে সুইডেন গ্রুপ সেরা হবে। এমনকি স্পেন জিতে গেলেও সেই সম্ভাবনা থাকবে তাদের; তখন স্পেন ও সুইডেনের পয়েন্ট হবে সমান ৫ এবং তাদের মুখোমুখি লড়াই ড্র হওয়ায় যথাক্রমে আসবে গ্রুপের সব ম্যাচ মিলিয়ে গোল পার্থক্য ও গোল করার হিসাব।

স্লোভাকিয়া:

>> হার এড়ালেই দলটির নকআউট পর্ব নিশ্চিত, অন্য কোনো হিসাব ছাড়াই।

>> তারা জিতলে এবং অন্য ম্যাচে সুইডেনের জয় বাদে যে কোনো ফল হলেই গ্রুপ সেরা হবে স্লোভাকিয়া।

স্পেন:

>> জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে স্পেনের। ড্র করলেও সুযোগ থাকবে তাদের; তবে প্রার্থনা করতে যেন অন্য ম্যাচে সুইডেন না জেতে।

পোল্যান্ড:

>> শেষ ষোলোয় উঠতে জয়ের বিকল্প নেই পোল্যান্ডের।