পরিসংখ্যানে উরুগুয়ে-চিলি ম্যাচ

কোপা আমেরিকায় আরও একবার উরুগুয়ে ও চিলির মুখোমুখি লড়াই ১-১ গোলে ড্র হলো। এদুয়ার্দো ভার্গাসের গোলে এগিয়ে থাকা চিলি পথ হারায় আর্তুরো ভিদালের আত্মঘাতী গোলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 02:05 PM
Updated : 22 June 2021, 02:05 PM

এই ড্রয়ের পর তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে চিলি। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা।

ম্যাচটির ব্যক্তিগত এবং দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> কোপা আমেরিকায় দুদলের মধ্যে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল তৃতীয় ১-১ ড্র। অন্য দুটি ম্যাচে উভয় দল একটি করে জিতেছে, দুই ম্যাচেরই স্কোরলাইন ১-০।

>> প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৬ ম্যাচে অপরাজিত রইল চিলি (২ জয়, ৪ ড্র)। ড্র হওয়া ম্যাচগুলো ১-১ গোলে শেষ হয়। টানা ৬ ম্যাচে গোল করলেও মাত্র একবার জাল অক্ষত রাখতে পেরেছে তারা (বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়)।

>> ম্যাচে উরুগুয়ে গোলে শট নিয়েছে ১৬টি। ২০১১ সালের পর থেকে ম্যাচে শট নেওয়ার ক্ষেত্রে এটি যৌথভাবে তাদের সর্বোচ্চ। ২০১৯ সালে একুয়েডরের বিপক্ষে ম্যাচেও তারা সমান শট নিয়েছিল।

>> ম্যাচে চিলির চার্লেস আরানগুইস চারবার বাতাসে বল দখলের লড়াইয়ে জিতেছেন। দেশটির একমাত্র ফুটবলার হিসেবে হেডের প্রচেষ্টায় শতভাগ সফল হলেন তিনি। বল দখলের লড়াই জেতার কীর্তি গড়লেন তিনি।