পরিসংখ্যানে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2021 06:01 PM BdST Updated: 22 Jun 2021 09:25 PM BdST
-
প্রতিযোগিতামূলক ফুটবলে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারায় আর্জেন্টিনা।
ছয় বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। আর টানা দুই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার নকআউট পর্বে উঠল লিওনেল স্কালোনির দল।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে লিওনেল মেসির দল।
ম্যাচটিতে ব্যক্তিগত এবং দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।
>> প্রতিযোগিতামূলক ফুটবলে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারাল আর্জেন্টিনা (৩ ড্র, ১ পরাজয়)। দলটির বিপক্ষে তাদের আগের জয়টি এসেছিল কোপা আমেরিকা ২০১৫ আসরে, ৬-১ গোলে।
>> সব মিলিয়ে ১৬ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা (৯ জয়, ৭ ড্র)। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর থেকে পরাজয়ের স্বাদ পায়নি তারা।
>> নিজেদের শেষ চার ম্যাচে এই নিয়ে তিনটিতে গোল করতে ব্যর্থ হলো প্যারাগুয়ে। চলতি আসরের প্রথম রাউন্ডে বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে তারা সবশেষ বল জালে জড়ায়।
>> হাভিয়ের মাসচেরানোর সাথে যৌথভাবে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন মেসি (১৪৭ ম্যাচ)। আর প্রতিযোগিতামূলক ফুটবলে এটি ছিল মেসির শততম ম্যাচ।
>> আর্জেন্টিনার বিপক্ষে ৯ ম্যাচে এই প্রথম বল ধরে রাখায় তাদের পেছনে ফেলেছে প্যারাগুয়ে (৫৬.৯%)।
>> প্যারাগুয়ের বিপক্ষে গোলে ৮ টি শট নিয়েছে আর্জেন্টিনা, লিওনেল স্কালোনির কোচিংয়ে এক ম্যাচে শট নেওয়ার ক্ষেত্রে যা যৌথভাবে দ্বিতীয় সর্বনিন্ম। ২০২০ সালে একুয়েডরের বিপক্ষে ম্যাচে তারা সমানসংখ্যক শট নিয়েছিল। প্যারাগুয়ের বিপক্ষে ২০১৯ কোপা আমেরিকার ম্যাচ নিয়েছিল ৭ শট।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ডলারের তেজ খানিকটা কমল
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’