নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2021 11:54 PM BdST Updated: 22 Jun 2021 12:57 AM BdST
-
নর্থ মেসিডোরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলের পর নেদারল্যান্ডস ফুটবলারদের উদযাপন।
-
-
এক দলের গ্রুপের শীর্ষস্থান ও আরেক দলের বিদায় নিশ্চিত-নিয়মরক্ষার ম্যাচের প্রথমার্ধে লড়াইটা হলো বেশ জমজমাট। বিরতির পর আর তেমন চ্যালেঞ্জ জানাতে পারল না নর্থ মেসিডোনিয়া। দারুণ জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস।
Related Stories
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে ৩-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপাইয়ের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন জর্জিনিয়ো ভেইনালডাম।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে নেদারল্যান্ডসের পয়েন্ট ৯।
একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে অস্ট্রিয়া, তাদের পয়েন্ট ৬। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ইউক্রেন রইল ছয় তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে পরের ধাপে যাওয়ার অপেক্ষায়।
প্রথম দুই ম্যাচে হেরে সব আশা ফুরিয়ে যাওয়া নর্থ মেসিডোনিয়ার পাওয়ার ছিল একটাই, শেষটা অবিশ্বাস্য কিছু করে রাঙানোর। সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি দলটি।

দুই মিনিট পরেই উল্টো পিছিয়ে পড়ে তারা। ডান দিক থেকে ডোনিয়েল মালেনের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে গোলটি করেন কদিন আগে বার্সেলোনায় যোগ দেওয়া ডিপাই।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মাটাইস ডি লিখটের হেড গোললাইন থেকে ফেরান ত্রিকোভস্কি। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনালডাম। বাঁ দিক থেকে ডিপাইয়ের গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে দেন পিএসজিতে যোগ দেওয়া এই মিডফিল্ডার।
সাত মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ভেইনালডাম। ডিপাইয়ের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ফাঁকা জালে পাঠান অধিনায়ক।
৬৬তম মিনিটে ডিপাইকে তুলে বেগহর্সটকে নামান কোচ। প্রথম ছোঁয়াতেই গোল পেতে পারতেন তিনি, তবে তার জোরালো শট লাগে ক্রসবারে।

৭৩তম মিনিটে আবারও জালে বল পাঠায় আগের দুই ম্যাচে দুই গোল করা দলটি। কিন্তু এবারও অফসাইডের পতাকা ওঠে, বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি তারা।
প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টে খেলতে এসে বড় কোনো চমক বা অঘটনের জন্ম দিতে পারেনি নর্থ মেসিডোনিয়া। পয়েন্টের হিসেবে ফিরছে খালি হাতেই, তবে শক্তিতে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে তাদের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।
আর সাত বছর পর মেজর টুর্নামেন্টে ফিরে টানা তিন জয়ে দুর্দান্ত শুরু করল নেদারল্যান্ডস। ফ্রাঙ্ক ডি বোরের দলের সামনে নকআউট পর্বে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ডলারের তেজ খানিকটা কমল
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’