কুমিল্লার মেয়েদের বড় হার

শুরুটা করেছিলেন নাসরিন আক্তার। তার দেখানো পথে হেঁটে কুমিল্লার জালে বল জড়ালেন আরও ছয় সতীর্থ। দাপুটে জয় দিয়ে মেয়েদের লিগের দ্বিতীয় পর্ব শুরু করল আতাউর রহমান ভূইঁয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 03:19 PM
Updated : 21 June 2021, 03:19 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭-০ গোলে হারে কুমিল্লা। প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে চারটি গোল করে আতাউর রহমান ভূইঁয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

জয়ী দলের সাত গোল দাতা নাসরিন, কোহাতি কিসকু, মাহফুজা খাতুন, অনিকা তাঞ্জুম, আনুচিং মোগিনি, আফিদা খন্দকার ও সোহাগি কিসকু।

দিনের অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশকে ৩-১ গোলে হারায় ব্রাহ্মণবাড়িয়া এফসি। মুনমুন আক্তারের ১৯তম মিনিটের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে লিপি আক্তারের গোলে সমতায় ফিরে কাচারিপাড়া। কিন্তু ৬১তম মিনিটে খালেদা খাতুনের আত্মঘাতীয় গোলের পর ৭৭তম মিনিটে সাদিয়া আক্তার লক্ষ্যভেদ করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাহ্মণবাড়িয়া।

৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতাউর রহমান ভূইঁয়া কলেজ। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়া। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংসের মেয়েরা।