অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলেন দিয়া

অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনে কোটা পাওয়ার আশা শেষ হওয়ার দিনে সুখবর পেলেন দিয়া সিদ্দিকী। ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন বাংলাদেশের এই নারী আর্চার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 12:57 PM
Updated : 21 June 2021, 02:40 PM

আর্চারি ফেডারেশনের সোমবারের বিবৃতিতে অন্য তিন দেশের তিন অ্যাথলেটের সঙ্গে দিয়াও ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হয়েছেন বলে জানানো হয়।

প্যারিসের অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন এবং আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ থেকে রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগ থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বাকি ছিল শুধু মহিলা রিকার্ভ একক। সেখানেও বিউটি রায় ও মেহেনাজ আক্তার মুনিরা হতাশ করার পর দারুণ লড়াই করে কোয়ার্টার-ফাইনালে হেরে যান দিয়া।

তবে ওই হতাশার খবরের কিছুক্ষণ পরেই দিয়ার ওয়াইল্ড কার্ড পাওয়ার খবর এলো।

২০১৯ সালের জুনে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ্সে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে এবারের অলিম্পিকে কোটা নিশ্চিত করেন রোমান সানা।  

ফলে টোকিও অলিম্পিকের আর্চারিতে দুই বিভাগে লড়বে বাংলাদেশ।