পরিসংখ্যানে পেরু-কলম্বিয়া ম্যাচ

২০১৬ সালের পর থেকে কোপা আমেরিকায় অপরাজিত কলম্বিয়াকে হারিয়ে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে পেরু। সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে পেরু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 12:06 PM
Updated : 21 June 2021, 12:06 PM

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। কলম্বিয়া আছে দুই নম্বরে, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

ম্যাচটির ব্যক্তিগত ও দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই এবং কোপা আমেরিকা মিলিয়ে ১০ ম্যাচ পর কলম্বিয়াকে হারাল পেরু। এই সময়ে কলম্বিয়ার বিপক্ষে কোনো ম্যাচে এক গোলের বেশি করতে পারেনি তারা। এর আগে কলম্বিয়ার বিপক্ষে পেরু সবশেষ জিতেছিল ২০১১ কোপা আমেরিকায়, ২-০ গোলে।

>> কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১৭ ম্যাচ খেলে মাত্র দুইবার হেরেছে পেরু (৮ জয়, ৭ ড্র)। প্রতিযোগিতাটিতে এই নিয়ে কলম্বিয়ার বিপক্ষে ৫ ম্যাচ অপরাজিত রইলো তারা (২ জয়, ৩ ড্র)। পেরুকে ২০০১ সালে শেষবার হারিয়েছিল কলম্বিয়া।

>> কোপা আমেরিকায় ৭ ম্যাচে অপরাজিত থাকার পর পরাজয়ের স্বাদ পেল কলম্বিয়া। এর আগে সবশেষ তারা এখানে হেরেছিল ২০১৬ আসরে, চিলির বিপক্ষে। বছরের শুরুতে কলম্বিয়ার দায়িত্ব নেয়ার পর এটাই কোচ রেইনালদো রুয়েদার প্রথম পরাজয়।

>> ম্যাচের ১৭তম মিনিটে সের্হিও পেনার গোলে পিছিয়ে পড়ে কলম্বিয়া। কোপা আমেরিকায় সাত ম্যাচ পর যা দলটির জালে প্রথম গোল। টুর্নামেন্টের ইতিহাসে এটি টানা দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জাল অক্ষত রাখার কীর্তি। তালিকার শীর্ষে আছে কলম্বিয়াই; ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৮ ম্যাচে জাল অক্ষত রেখে রেকর্ডটি গড়েছিল তারা।