সব দায় আমার: পর্তুগাল কোচ
স্পোর্টস ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2021 04:43 PM BdST Updated: 20 Jun 2021 04:43 PM BdST
ক্রিস্তিয়ানো রোনালদো আর দিয়োগো জটার গোলের মুহূর্তটুকু ছাড়া জার্মানির বিপক্ষে কখনোই সেভাবে পেরে ওঠেনি পর্তুগাল। মাঝমাঠে টনি ক্রুস ও ইলকাই গিনদোয়ানকে আটকে রাখা যায়নি। ফলে আক্রমণের তোড়ে ভেসে গেছে দলটি। তবে কৌশল কাজ না করায় শিষ্যদের সমালোচনার পথে হাঁটলেন না ফের্নান্দো সান্তোস। সব ব্যর্থতার দায় নিলেন নিজের কাঁধে।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপের ম্যাচে ৪-২ গোলে শিরোপাধারী পর্তুগালকে হারায় জার্মানি। খেলার ধারার বিপরীতে রোনালদো পর্তুগালকে এগিয়ে নেওয়ার পর চার মিনিটের মধ্যে আত্মঘাতী গোল করেন দলটির রুবেন দিয়াস ও রাফায়েল গেররেরো। কাই হাভার্টজ ও রবিন গোসেন্স জার্মানদের ব্যবধান বাড়ানোর পর একটি গোল শোধ করেন জটা।
মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকায় ম্যাচ জুড়ে পর্তুগালের উপর ছড়ি ঘুরিয়েছে জার্মানি। দলটির তারকা মিডফিল্ডার ক্রুসের ৮৬টি সফল পাসের দারুণ ভূমিকা ছিল দলটির আধিপত্যের পেছনে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় পর্তুগাল কোচ সান্তোসের কথাতেও উঠে এলো মাঝমাঠের ব্যর্থতার প্রসঙ্গ।
“আমরা শুধু আমাদের মাঝমাঠের কৌশল বদলে ফেলেছিলাম। ওদের মাঝমাঠের খেলোয়াড় গিনদোয়ান ও ক্রুসকে চাপ দিতে এবং চেয়েছিলাম আমাদের ফুল ব্যাকরা এগিয়ে এসে সাহায্য করবে।”
“কিন্তু পরিষ্কার দেখা গেছে, মাঝমাঠে আমাদের সবসময় একজনের কমতি ছিল এবং আমাদেরকে তারা চাপ দিয়ে পেছনে ঠেলে দিয়েছিল। এটা আমার কৌশল ছিল এবং এ জন্য পুরো দায় আমার।”
আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। নকআউট পর্বে ওঠার সম্ভাবনার পাশাপাশি ছিটকে যাওয়ার শঙ্কাও আছে তাদের। নিজেদের ভাগ্য নিজেদের হাতে বলে মনে করেন সান্তোস।
“(জার্মানির বিপক্ষে ম্যাচে) খেলোয়াড়দের উচিত ছিল ডান দিকটা সামলানো, কিন্তু তারা পারেনি। আমি তাদেরকে দোষারোপ করতে চাই না।”
“আমরা পরের পর্বে যাই বা না যাই, সেটা এখনও আমাদের হাতে। এবং অবশ্যই ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ