পরিসংখ্যানে চিলি-বলিভিয়া ম্যাচ

কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে অপরাজেয় পথচলা ধরে রেখেছে চিলি। বেন ব্রেরেতনের একমাত্র গোলে চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2021, 11:23 AM
Updated : 19 June 2021, 11:23 AM

অপটার তথ্য-উপাত্তের ভিত্তিতে ম্যাচটির ব্যক্তিগত এবং দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে টানা ৬ ম্যাচ অপরাজিত রইলো চিলি (৫ জয়, ১ ড্র)। এর মধ্যে শেষ তিনটিতেই জিতল তারা।

>> কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে টানা সাত ম্যাচে অন্তত একটি করে গোল করল চিলি। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় ১৫ বারের সাক্ষাতে ১৪ বার বলিভিয়ার জালে বল পাঠিয়েছে দলটি।

>> ১০ বছরের মধ্যে এই প্রথম কোপা আমেরিকার কোনো ম্যাচে ২ গোলের কম হজম করল বলিভিয়া। এর আগে এই প্রতিযোগিতায় লাতিন আমেরিকার কোনো দলের বিপক্ষে তারা ২ গোলের কম খেয়েছিল ২০১১ আসরে, সেই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ ড্র করেছিল তারা।

>> বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পে চিলির বিপক্ষে ১০ টি সেভ করেছেন। ২০০৭ সালের পর কোপা আমেরিকায় এক ম্যাচে যা সর্বোচ্চ।