গোল হজম না করাই ছিল আর্জেন্টিনার লক্ষ্য

কৌশলটা জন্ম দিয়েছে প্রশ্নের, তবে কার্যকারিতাও প্রমাণ হয়ে গেছে। শুরুতে গোল করে ম্যাচের বাকি সময়ে মূলত রক্ষণ সামলানোয় মন দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর মিডফিল্ডার রদ্রিগো দে পল বলছেন, কৌশলে তারা সফল হয়েছেন বলেই জয়টা তাদের ছিল প্রাপ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2021, 06:33 AM
Updated : 19 June 2021, 06:33 AM

কোপা আমেরিকায় প্রথম ম্যাচে চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্টের স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার সকালে তারা উরুগুয়েকে হারিয়েছে ১-০ গোলে।

চিলির বিপক্ষে আগে গোল করেও পরে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। উরুগুয়ের বিপক্ষে তা হতে দেয়নি তারা। দ্বাদশ মিনিটে লিওনেল মেসির ক্রসে গিদো রদ্রিগেসের হেডে এগিয়ে যাওয়ার পর বাকি সময়টায় তারা ধরে রাখে সেই ব্যবধান।

আর্জেন্টিনার মতো দলের এই কৌশল অবাক করেছে অনেককে। তবে রদ্রিগো দে পল বলছেন, এই ম্যাচে গোল হজম না করাই ছিল তাদের চাওয়া।

“ জয় আমাদের প্রাপ্য ছিল। আজকে আমরা চেষ্টা করেছি আরও আঁটসাঁট হয়ে খেলতে, আমাদের বিপক্ষে স্কোর করা যেন কঠিন হয়ে ওঠে। আমরা জানতাম, ওপরের দিকে আমাদের এমন সব দুর্দান্ত ফুটবলার আছে, যারা ম্যাচের যে কোনো সময় গোল আদায় করতে পারে।”

আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল ৬টায়, প্রতিপক্ষ প্যারাগুয়ে।