‘পর্তুগালকে হারাতে আক্রমণে আরও ধারাল হতে হবে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2021 07:46 AM BdST Updated: 19 Jun 2021 07:46 AM BdST
ইউরো চ্যাম্পিয়নশিপে শুরুতেই সঙ্গী হয়েছে হারের বিষাদ। মেলেনি গোলের দেখাও। এবার জার্মানির প্রতিপক্ষ ছন্দে থাকা পর্তুগাল। কঠিন লড়াই জিততে করণীয়টা দলকে, বিশেষ করে আক্রমণভাগকে মনে করিয়ে দিয়েছেন ইওয়াখিম লুভ। পর্তুগালকে হারাতে হলে আক্রমণভাগকে অবশ্যই আরও বেশি ধারাল হতে হবে বলে মনে করেন জার্মানির কোচ।
জার্মানির মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জার্মানি। অন্যদিকে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু পেয়েছে পর্তুগাল।
শুরুটা ভালো না হলেও দলের উপর আস্থা রাখছেন লুভ। আকাঙ্ক্ষা ও সংকল্পে কোনো কমতি দেখছেন না ৬১ বছর বয়সী এই কোচ।

জয়ের দিকে তাকিয়ে আছে পর্তুগালও। মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস মনে করেন, জার্মানিকে হারাতে দল হিসেবে খেলতে হবে তাদের।
“ক্রিস্তিয়ানো রোনালদো সবসময়ই গুরুত্বপূর্ণ। যারা সেরাটা দিতে এবং পার্থক্য গড়তে দিতে চায়, তিনি তাদের একজন। তবে জাতীয় দলে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হচ্ছে ‘আমরা।’ একটা দল হয়ে খেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ‘আমি’ আছে কিন্তু ‘আমরা’-কেই গোণায় ধরা হয়।”
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- শূন্যতেই শেষ তামিম
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন