‘মনেই হয়নি, বাইরে ছিল ডে ব্রুইনে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2021 11:11 PM BdST Updated: 18 Jun 2021 11:12 PM BdST
-
ডেনমার্কের বিপক্ষে কেভিন ডে ব্রুইনের গোল উদযাপন
-
বদলি হিসেবে মাঠে নামার অপেক্ষায় ডে ব্রুইন, পাশে বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন বটে। কিন্তু ডেনমার্কের বিপক্ষে ম্যাচে কেভিন ডে ব্রুইনের খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তিনিই বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। গোল করে ও করিয়ে ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া এই মিডফিল্ডারের পারফরম্যান্সে মুগ্ধ বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস।
ডে ব্রুইনের খেলা দেখে কোচের মনেই হয়নি, চোটে লম্বা একটা সময় বাইরে ছিল সে। অনুশীলনেও ফিরেছে মাত্র কদিন আগে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতে ইতালির পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় ওঠে বেলজিয়াম।
কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলজিয়ামকে চমকে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ডেনমার্ক। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্রিস্তিয়ান এরিকসেনের ঘটনায় মুষড়ে পড়া স্বাগতিক দল এদিন শুরু থেকে ছিল উজ্জীবিত। ম্যাচজুড়ে তাদেরকে উৎসাহ দিতে থাকেন দর্শকরাও।
ম্যাচের দশম মিনিটে এরিকসেনের সম্মান ও সমর্থনে গ্যালারিতে উপস্থিত সব দর্শক একসঙ্গে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। রেফারি তখন খেলা থামিয়ে দেন, দু’দলের খেলোয়াড়দের সঙ্গে যোগ দেন তারাও। মার্তিনেসের মতে, দর্শকদের প্রাণবন্ত সমর্থন মাঠের লড়াইয়ে প্রভাব ফেলেছিল।
“দর্শকরা অভূতপূর্ব একটা আবহ তৈরি করেছিল। দর্শকরাই স্বাগতিক দলকে এক গোলে এগিয়ে দিয়েছিল এবং ওই সময়ে থমকে গিয়েছিলাম আমরা।”
“নিজেদের ফিরে পেতে আমাদের সম্ভবত ২০ মিনিটের মতো সময় লেগেছিল, কিন্তু আমাদের খেলায় ডেনমার্কের মতো ইচ্ছাশক্তি, হৃদয় এবং চাপ ছিল না। আমার কাছে মনে হয়, প্রথমার্ধে সবকিছুতে ভীষণ আবেগ জড়িয়ে ছিল।”

বদলি হিসেবে মাঠে নামার অপেক্ষায় ডে ব্রুইন, পাশে বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস
“দ্বিতীয়ার্ধের খেলায় ভারসাম্য ছিল। আমরা অবিশ্বাস্য লড়াকু মানসিকতা দেখিয়েছি, দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছি এবং যা করণীয় ছিল, তাই করেছি। এ ধরনের জয় উপভোগ্য এবং স্মরণীয়। এটা দল হিসেবে আমাদেরকে আরও ভালো করবে।”
“তার (ডে ব্রুইনে) প্রতিভা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বিরতির পর নেমে সে যেভাবে খেলায় প্রভাব রেখেছে, সেটা অনেক বড় ব্যাপার। দ্বিতীয়ার্ধে সে যেভাবে খেলেছে, তাতে মনেই হয়নি তার অস্ত্রোপচার হয়েছে এবং ফুটবল মাঠ থেকে সে দূরে ছিল। এতে প্রমাণ হয়, সে নিজের প্রতি কতটা যত্ন নিয়েছে, অনুশীলনে কতটা মনোযোগী ছিল।”
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন ডে ব্রুইনে। শুরুতে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের ইউরোয় খেলা নিয়েই শঙ্কা জেগেছিল। কিন্তু সুস্থ হয়ে মাঠে ফিরেই দেখিয়ে দিলেন, কেন তাকে সময়ের সেরা মিডফিল্ডারদের একজন বলা হয়। ডে ব্রুইনের খেলায় চোখ জুড়িয়েছে ৫৭ বছর বয়সী কোচের।
“লম্বা সময়ের পর মাঠে নেমেই নিজেকে এভাবে মেলে ধরা এবং ম্যাচে প্রভাব রাখা…সত্যিই দারুণ।”
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল