ব্রাজিলের অলিম্পিক দলে দানি আলভেস

টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের ব্রাজিল দলে ঠাঁই পেয়েছেন দানি আলভেস। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে রেখে দল ঘোষণা করেছেন ব্রাজিল অলিম্পিক ফুটবল দলের কোচ আন্দ্রে জার্দিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2021, 09:01 AM
Updated : 18 June 2021, 09:01 AM

গত বছর জাপানের টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা ছিল। করোনাভাইরাসের কারণে পিছিয়ে তা আগামী ২৩ জুলাই শুরু হবে। শেষ হবে ৮ অগাস্ট।

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে হওয়া ফুটবল ইভেন্টে প্রতিটি দল তিন জন করে বয়সী খেলোয়াড় নিতে পারে। এই কোটায় ব্রাজিল দলে জায়গা পেয়েছেন আলভেস, দিয়েগো কার্লোস ও সান্তোস।

২০১৬ সালে নিজেদের আঙিনায় হওয়া রিও দে জেনেইরো অলিম্পিকে জার্মানিকে হারিয়ে সোনার পদক জিতেছিল ব্রাজিল। মুকুট ধরে রাখার মিশনে জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারে সব জায়গায় সাফল্য পাওয়া আলভেসকে সঙ্গে রাখল দলটি। গত মে মাসে ৩৮ বছর পূরণ করেন এই এই ডিফেন্ডার।

চোটের কারণে চলতি কোপা আমেরিকায় খেলতে পারছেন না আলভেস। ২০১৯ সালে তার নেতৃত্বেই প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল ব্রাজিল।