করোনাভাইরাসে আক্রান্ত স্লোভাকিয়ার খেলোয়াড় ও স্টাফ

কোপা আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। পুরোপুরি না হলেও কোভিড-১৯ থেকে অনেকটাই মুক্ত ছিল ইউরো ২০২০। এবার এখানেও পড়ল এর থাবা। স্লোভাকিয়ার ডিফেন্ডার দেনিস ভাভরো ও দলের একজন স্টাফের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 02:08 PM
Updated : 17 June 2021, 02:08 PM

তবে তাদের কোনো উপসর্গ দেখা যায়নি। শুক্রবার সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে নিয়মিত পরীক্ষার সময় এই দুজনের সংক্রমিত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

দলটির কোচ স্তেফান তারকোভিচ বৃহস্পতিবার জানান, দলের অন্য সদস্যরা সুস্থ আছেন।

“বুধবার নিয়মিত পরীক্ষায় এই দুজনের ফল পজিটিভ আসে, একজন খেলোয়াড় ও অন্যজন কোচিং স্টাফ। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

ভাভরো পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচটি স্লোভাকিয়া ২-১ গোলে জিতেছিল।

এর আগে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যান পর্তুগাল ডিফেন্ডার জোয়াও কানসেলো।

‘ই’ গ্রুপে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে স্লোভাকিয়া।