শৈশবের ক্লাবে ফিরলেন বুফ্ফন

২০ বছর পর ক্যারিয়ারের প্রথম ক্লাব পার্মায় ফিরলেন জানলুইজি বুফ্ফন। শৈশবের ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৪৩ বছর বয়সী ইতালিয়ান এই তারকা গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 01:24 PM
Updated : 17 June 2021, 01:24 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ২০২০-২১ মৌসুমে সেরি আ থেকে অবনমন হওয়া দলটি। এই মৌসুমেই ইউভেন্তুসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় বুফ্ফনের।

সব সময়ের সেরা গোলরক্ষকদের একজন বলে বিবেচিত বুফ্ফন ১৯৯১ সালে ১৩ বছর বয়সে পার্মার যুব দলে যোগ দেন। চার বছর পর ১৭ বছর বয়সে তার অভিষেক হয় ইতালিয়ান শীর্ষ লিগে।

দ্রুতই দলে নিজের জায়গা পোক্ত করে নেন বুফ্ফন। অবদান রাখেন ১৯৯৮-৯৯ আসরে দলের উয়েফা কাপ ও ইতালিয়ান কাপ জয়ে। ২০০১ সালে ওই সময়ের বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে তিনি ইউভেন্তুসে যোগ দেন তিন কোটি ৩০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে।

মাঝে ২০১৮-১৯ মৌসুম ছিলেন পিএসজিতে। এছাড়া ক্যারিয়ারের বাকি সময় কাটান ইউভেন্তুসে।

ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক শিরোপার সঙ্গে ক্যারিয়ারে ১০টি সেরি আ, একটি লিগ ওয়ান ও একটি বিশ্বকাপ জিতেছেন বুফ্ফন।

গত মৌসুমে ইউভেন্তুসের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ১৪টি ম্যাচ। আসরে ইতালিয়ান কাপ জয়ের পথে প্রতিটা মিনিট তিনিই ছিলেন ইউভেন্তুসের গোলরক্ষকের ভূমিকায়।