'হার্ট স্টার্টার' যন্ত্র বসাতে হবে এরিকসেনের

কার্ডিয়াক অ্যারেস্টে মাঠে লুটিয়ে পড়া ক্রিস্তিয়ান এরিকসেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন এই ডেনিশ ফুটবলারের শরীরে হৃদযন্ত্র স্বাভাবিকভাবে সচল রাখার যন্ত্র বসানো হবে বলে জানানো হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 11:34 AM
Updated : 17 June 2021, 11:34 AM

এক বিবৃতিতে বৃহস্পতিবার ডেনমার্ক জাতীয় দলের চিকিৎসক মোর্টেন বোয়েসেন এই তথ্য জানান।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে গত শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাচ চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ পড়ে যান এরিকসেন। মাঠেই দেওয়া হয় সিপিআর। হাসপাতালে নেওয়ার আগে ডেফিব্রিলেটর ব্যবহার করে তার হৃদযন্ত্র পুনরায় সচল করা হয়।

এরিকসেনের শরীরে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসানো হবে। এটি একটি ছোট ইলেকট্রোনিক ডিভাইস, পেসমেকারের মতো যা কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করে।

হৃদরোগে আক্রান্ত রোগীর জন্য এর দরকার আছে বলে জানান বোয়েসেন।

“ক্রিস্তিয়ানের হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষার পর সিদ্ধান্ত হয়েছে তার শরীরে আইসিডি বসানো উচিত। হৃদরোগে আক্রান্ত হওয়া রোগীদের এই যন্ত্রটা দরকারি।”